পশ্চিমবঙ্গের মা-মাটি-মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি, বিধায়ক তরুণ মাইতি, বিধায়ক উত্তম বারি…
পশ্চিমবঙ্গের মা-মাটি-মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি, বিধায়ক তরুণ মাইতি, বিধায়ক উত্তম বারিক, জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা পৌর প্রশাসকমন্ডলীর সদস্য সুপ্রকাশ গিরি। জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন বলেন বাংলার অাপমর মানুষের সমর্থনে সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য মা-মাটি-মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে এক দশক পূর্ণ করলেন। এই দশ বছরে জনকল্যাণমুখী অর্থনৈতিক কর্মকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশ শুধু নয় সারা বিশ্বে নতুন ইতিহাস রচনা করেছেন। অপরদিকে ২০১৪ সাল থেকে কেন্দ্রের বিজেপি পরিচালিত মোদী সরকার নোট বাতিল, রিজার্ভ ব্যাঙ্কের তহবিল ভেঙে ফেলা,সরকারী সম্পত্তি জলের দামে বিক্রি করা, বেসরকারীকরণ, কর্পোরেট কর কমিয়ে কর্পোরেট তোষণ, অপরিকল্পিত লকডাউন, পেট্রোল-ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অাকাশছোঁয়া করে দেওয়া, কোভিড মোকাবিলায় সীমাহীন ব্যর্থতায় জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। কৃষি ও কৃষক বিপন্ন, শিল্প বিধ্বস্ত, কর্মসংস্থান সংকুচিত, কোভিড মহামারী মোকাবিলায় ক্ষমাহীন ব্যর্থতায় মৃত্যুর মিছিল মোদী সরকারের চূড়ান্ত অপদার্থতার সব রেকর্ড ভেঙে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অসহযোগিতায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসাবে দশ বছর পূর্তি রাজনীতির অাঙ্গিনায় এক অনন্য নজীর হয়ে থাকবে বলে জানান মৎস্য মন্ত্রী অখিল গিরি। কোভিড মহামারী সহ অাসন্ন প্রাকৃতিক দুর্যোগ যশ মোকাবিলায় সকলকে জোটবদ্ধ বদ্ধ থাকার অাহ্বান জানান মন্ত্রী অখিল গিরি।
No comments