হলদিয়া দেউলপোতা অঞ্চল এলাকায় ভূঁইয়া পলি প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড কারখানার মালিক চিঠিতে দাবি করেছিলেন এলাকার তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক মাইতি নেতৃত্বে কারখানার গেটে দলীয় পতাকা লাগানো হয়। এবং (গত ৪ মে থেকে কারখানার প্রডাক্ট …
হলদিয়া দেউলপোতা অঞ্চল এলাকায় ভূঁইয়া পলি প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড কারখানার মালিক চিঠিতে দাবি করেছিলেন এলাকার তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক মাইতি নেতৃত্বে কারখানার গেটে দলীয় পতাকা লাগানো হয়। এবং (গত ৪ মে থেকে কারখানার প্রডাক্ট বন্ধ)। তিনি বলেছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী অন্তর্ঘাত করে বিজেপিকে সমর্থন করেছেন তাদেরকে বাদ দেওয়ার কথা। তারই পরিপ্রেক্ষিতে ভূঁইয়া প্রোডাক্ট লিমিটেড মালিকপক্ষ আইএনটিটিইউসি এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য চিঠি দিয়েছিলেন। ওই কোম্পানি কর্মরত শ্রমিক তারা উল্টো কথা বললেন দীর্ঘদিন তাদের চার্টার্ড ডিমান হয়নি। কোন শ্রমিক বেতন বৃদ্ধির কথা বললেই তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। সব থেকে বড় অভিযোগ তুললেন ওই কারখানা হিন্দুদের ওখানে কেবলমাত্র হিন্দুরাই কাজ করবে। মুসলিমদের ওই কারখানায় লাগানো হবে না শ্রমিকরা বললেন প্রতি বছর অন্তর শ্রমিককে বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের বাদ দিয়ে দেওয়া হয়। সকল শ্রমিক ঐক্যবদ্ধ হলেন ভূঁইয়া পলি প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড স্থানীয় নেতা এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষনের জন্য চিঠি দিয়েছেন অনৈতিকভাবে শ্রমিকদের শোষণ করছেন। মালিক তার নিজের দোষ ঢাকতে এই চিঠি। শ্রমিকদের আবেদন মা মাটি মানুষের সরকার ক্ষমতায় রয়েছেন গত দশ বছর আবার পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছেন। এই কারখানায় কোন ইউনিয়ন নেই। স্থানীয় নেতৃত্বের কাছে আবেদন করলেন মা মাটি মানুষের সরকারের আইএনটিটিইউসি শ্রমিক সংগঠন ও ইউনিয়নে তৈরি হোক। শ্রমিকদের ন্যূনতম মজুরি এবং তাদের পি এফ,ই এস আই এর মত শ্রমিক সুরক্ষা আইন চালু করা হোক।
No comments