পাঁশকুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মুড়িপুকুর হাট এলাকায় তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল এর উদ্যোগে পবিত্র রামজান উপলক্ষে সোমবার পাঁশকুড়ার দুঃস্থ অসহায় ৮০০ জন মানুষকে তুলে দেওয়া হলো নতুন জামাকাপড়।এইদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছ…
পাঁশকুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মুড়িপুকুর হাট এলাকায় তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল এর উদ্যোগে পবিত্র রামজান উপলক্ষে সোমবার পাঁশকুড়ার দুঃস্থ অসহায় ৮০০ জন মানুষকে তুলে দেওয়া হলো নতুন জামাকাপড়।এইদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পাঁশকুড়া শহর তৃনমূল কংগ্রসের সভানেত্রী তথা ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমনা মহাপাত্র।এছাড়াও ছিলেন এলাকার একাধিক তৃনমূল নেতৃত্ব।সংখ্যালঘু সেলের সভাপতি হাজী নজরে রসুল খান বলেন-" আমরা কয়েক শত সংখ্যালঘু শ্রেণীর মানুষের হাতে রমজান মাস উপলক্ষ্যে বস্ত্র তুলে দিয়েছি, যেহেতু করোনার প্রভাব তাই কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না করে, আমরা করোনা বিধি মেনে চলার চেষ্টা করেছি।এবং কাউন্সিলর সুমনা দির হাত দিয়ে বস্ত্র দান করতে পেরে আমরা খুশি।"
No comments