ফুলের যেমন পাপড়ি থাকেধারণ করে বৃতি -মাস্টারদা'র স্নেহের পাত্রীওয়াদ্দেদার প্রীতি।প্রখর মেধা, দেশপ্রেমলেখাপড়ায় ভালো-বাবা-মায়ের চোখের মণিভবিষ্যতের আলো।শিক্ষকতা ব্রত ছেড়েবেছে নিলেন যুদ্ধ-দেশের জন্য আহুতি দিয়েহলেন অগ্নিশুদ্…
ফুলের যেমন পাপড়ি থাকে
ধারণ করে বৃতি -
মাস্টারদা'র স্নেহের পাত্রী
ওয়াদ্দেদার প্রীতি।
প্রখর মেধা, দেশপ্রেম
লেখাপড়ায় ভালো-
বাবা-মায়ের চোখের মণি
ভবিষ্যতের আলো।
শিক্ষকতা ব্রত ছেড়ে
বেছে নিলেন যুদ্ধ-
দেশের জন্য আহুতি দিয়ে
হলেন অগ্নিশুদ্ধ।
ভারতে প্রথম মহিলা শহীদ
অনন্য সুকৃতি -
স্বদেশবাসীর মনের খাতায়
ঘটেনি বিস্মৃতি।
No comments