Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আমফানের স্মৃতি বছর ঘুরতে না ঘুরতেই রাজ্যে আছড়ে পড়বে যশ, আগাম প্রস্তুতি নিয়ে বৈঠক তাম্রলিপ্ত পৌরসভায়

পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি তমলুক শহরের মানুষের স্মৃতির পাতা থেকে এখনো মুছে যায়নি আমফান ঘূর্ণিঝড়ের  আতঙ্ক। ভেঙে ছিল বেশ কিছু ঘরবাড়ি, এবং লন্ডভন্ড হয়েছিল তমলুক শহরের বিভিন্ন এলাকা। রূপনারায়ন নদীর পাড়ে রয়েছে…

 







পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি তমলুক শহরের মানুষের স্মৃতির পাতা থেকে এখনো মুছে যায়নি আমফান ঘূর্ণিঝড়ের  আতঙ্ক। ভেঙে ছিল বেশ কিছু ঘরবাড়ি, এবং লন্ডভন্ড হয়েছিল তমলুক শহরের বিভিন্ন এলাকা। রূপনারায়ন নদীর পাড়ে রয়েছে তাম্রলিপ্ত শহরের বেশকিছু মানুষজনের ঘরবাড়ি। তাই আবহাওয়া দপ্তরের আগাম সতর্কবার্তা পেয়ে পৌরসভা বাসীদের কিভাবে সহযোগিতা করা যায় সে কথা ভেবেই প্রাথমিক বৈঠক হয় তাম্রলিপ্ত পৌরসভায়। আগে থেকেই খোলা হবে কন্ট্রোল রুম এবং বেশ কিছু নাম্বার দেওয়া থাকবে বিভিন্ন এলাকায় সেই সমস্ত নাম্বারে ফোন করলেই মিলবে পৌরসভার তরফ থেকে সহযোগিতা। এবং নদীর পারে বসবাসকারী মানুষজনদের বিভিন্ন স্কুলে বা হল ঘরে  রাখার জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করা হবে এমনটাই প্রাথমিকভাবে আলোচনা করা হয়।

No comments