কাঁথি হাইস্কুলের অর্থনীতির শিক্ষক শিবশঙ্কর ত্রিপাঠী র অকাল প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কাঁথি হাইস্কুলের প্রাক্তন ছাত্র তথা বনমালীচট্টা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন তাঁর পরি…
কাঁথি হাইস্কুলের অর্থনীতির শিক্ষক শিবশঙ্কর ত্রিপাঠী র অকাল প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কাঁথি হাইস্কুলের প্রাক্তন ছাত্র তথা বনমালীচট্টা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন তাঁর পরিবারবর্গ কে সমবেদনা জ্ঞাপন করেন। মামুদ হোসেন তাঁর স্মৃতিচারণায় বলেন প্রয়াত শিবশঙ্কর ত্রিপাঠী র চুক্তিভিত্তিক শিক্ষক হিসাবে নিয়োগের ইন্টারভিউ বোর্ডে অর্থনীতি বিষয়ের বিশেষজ্ঞ ছিলেন। প্রয়াত শিক্ষক শিবশঙ্কর ত্রিপাঠী প্রাক্তন ছাত্রনেতা, দেশপ্রাণ ব্লকের পরিচিত রাজনৈতিক নেতৃত্ব ও সমাজসেবী হিসাবে সমাদৃত ছিলেন। তাঁর প্রয়াণে কাঁথি শহর সহ দেশপ্রাণ ব্লকের সমস্ত মহলে শোকের ছায়া নেমে অাসে। তাঁর অাদি বাড়ী দেশপ্রাণ ব্লকের বামুনিয়া অঞ্চলের ঝাওয়া গ্রামে। তিনি কাঁথি শহরের প্রফেসর কলোনির বাড়ীতে গত রবিবার গাছ থেকে পড়ে অাহত হন।পরে কাঁথি হাসপাতাল থেকে কোলকাতা এসএসকেএম হাসপাতালে ভর্তি তাঁকে ভর্তি করা হয়। আজ সকাল ১০ টা নাগাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
No comments