করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারনে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবছর একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা বাতিল বলে ঘোষণা করল। পরীক্ষা না দিয়েই দ্বাদশে উত্তীর্ণ করার নির্দেশিকা জারি করে। ক্লাস শুরু হলে ৩ মাসের…
করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারনে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবছর একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা বাতিল বলে ঘোষণা করল। পরীক্ষা না দিয়েই দ্বাদশে উত্তীর্ণ করার নির্দেশিকা জারি করে। ক্লাস শুরু হলে ৩ মাসের মধ্যে শেষ করতে হবে সিলেবাস।
সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় নির্দেশ দিল শিক্ষা সংসদ। পরীক্ষার্থীরা নিজস্ব বিদ্যালয়ে পরীক্ষা দেবে। নির্ধারিত সূচি বা তারিখ অনুযায়ী উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে। তবে পরীক্ষার সময় সকাল ১০ টা থেকে ১:১৫ এর পরিবর্তে দুপুর ১২ টা থেকে ৩: ১৫ টা পর্যন্ত পরীক্ষা হওয়ার সিদ্ধান্ত বিজ্ঞপ্তি দিয়ে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সম্পূর্ণ কোভিড বিধি মেনে এই পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে।
No comments