Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৫০০ মানুষকে খাদ্যসামগ্রী তুলে দিলেন বিজেপি নেতা মধুসূধন মন্ডল

গত ২৬ তারিখ ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন নদীতে রীতিমতো জল উপছে একাধিক এলাকায় প্রবেশ করে আর সেই প্রভাব পড়েছিল পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লক এর আচাইপুর ও গোবরা গ্রামে। এখানে রূপনারায়ণ নদের জল প্রবেশ করে কয়েকশো মানুষ এখনো…

 






গত ২৬ তারিখ ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন নদীতে রীতিমতো জল উপছে একাধিক এলাকায় প্রবেশ করে আর সেই প্রভাব পড়েছিল পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লক এর আচাইপুর ও গোবরা গ্রামে। এখানে রূপনারায়ণ নদের জল প্রবেশ করে কয়েকশো মানুষ এখনো গৃহবন্দী। বহু সম্পত্তির পাশাপাশি কৃষিজমির ক্ষতি হয় বলে অভিযোগ। শনিবার সকালে এলাকার বিজেপি নেতৃত্বের সহযোগিতায় প্রায় ৫০০ জন মানুষকে শনিবার সকালে তুলে দেওয়া হলো বিভিন্ন রকম খাদ্য সামগ্রী।আর এখানেই স্থানীয় গ্রামবাসীরা তাদের ক্ষোভ উগরে দিলো। স্থানীয় দেবাশীষ সাউ বলেন -"৪ দিন জলবন্দী দশা কাটছে আমাদের।এই মুহূর্তে যাদের পাশে পাওয়া দরকার তারাই পাশে দাঁড়ায়নি। খাওয়ার সামগ্ৰী পাচ্ছি না। শুধু প্রশাসনের তরফ থেকে থাকার ব্যবস্থা করেছেন।এই মুহূর্তে এই মানুষগুলো কী খাবে তাদের সেইদিকে কোনো নজর নেই।যখন পাশে কাউকে পাচ্ছিলেন না তখন তাদের পাশে এসে দাঁড়ালেন শহীদ মাতঙ্গিনী মন্ডলের বিজেপি নেতা মধুসূধন মন্ডল।তিনি গ্ৰামের প্রায় জলবন্দী ৫০০ মানুষকে খাদ্যসামগ্রী তুলে দিলেন।এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

No comments