বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল-পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান।।”রাজভবনে শপথ অনুষ্ঠানে তিনি বললেন।বর্তমানে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে যথাযথ সাবধানতা অবলম্বন করে আজ রাজভবনে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে…
বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল-পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান।।”
রাজভবনে শপথ অনুষ্ঠানে তিনি বললেন।বর্তমানে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে যথাযথ সাবধানতা অবলম্বন করে আজ রাজভবনে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করলাম।
বাংলার প্রতিটি মানুষকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আগামীদিনেও বাংলার ঐক্য-ভ্রাতৃত্ব, শান্তি-সম্প্রীতি ও কৃষ্টি-সংস্কৃতির ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখার ব্যাপারে আমি অঙ্গীকারবদ্ধ।
মাতৃভূমির সঙ্গে আমাদের নাড়ির বন্ধন অচ্ছেদ্য গ্রন্থিতে আবদ্ধ, বাংলার মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। তাই সবার আশীর্বাদকে পাথেয় করে বাংলাকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে এবং বাংলার মানুষকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে আমি শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব।
আজকের শপথগ্রহণ অনুষ্ঠানের কিছু উজ্জ্বল মুহূর্ত।
No comments