Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!!সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের উদ্যোগে শান্তি বৈঠক

একুশে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই নন্দীগ্রাম উত্তপ্ত হয়ে ওঠে। ঘর ভাঙচুর অগ্নিসংযোগ থেকে শুরু করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে। হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতার লাগানোর জন্য উস্কানিমূলক কথাও বলছে। এলাকার মানুষ সেজন্যই গ্…

 




একুশে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই নন্দীগ্রাম উত্তপ্ত হয়ে ওঠে। ঘর ভাঙচুর অগ্নিসংযোগ থেকে শুরু করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে। হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতার লাগানোর জন্য উস্কানিমূলক কথাও বলছে। এলাকার মানুষ সেজন্যই গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে হিন্দু-মুসলমান সম্প্রীতি বজায় রাখতে সকালে শান্তি সভা হয়। নন্দীগ্রাম এক নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে ওই এলাকার সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব এবং এলাকার বিশিষ্ট মানুষজনদের উপস্থিতিতে আজ  নন্দীগ্রাম এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রার্থনা করেন নন্দীগ্রাম একনম্বর পঞ্চায়েতের  ব্লক প্রশাসক। নন্দীগ্রাম বিধানসভা নির্বাচন পরবর্তী কালে হিংসা বেড়েই চলছে। হিন্দু-মুসলমানের বিভেদ সৃষ্টি করার জন্য কিছু রাজনৈতিক দল তারা মুনাফা দেওয়ার চেষ্টা করছে। শান্তি বৈঠকে সকলের উপস্থিতিতে নন্দীগ্রাম  এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর হলেন ব্লক প্রশাসন। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি , সমষ্টি উন্নয়ন আধিকারিক,  নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক , বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সমাজের বিশিষ্ট জন ।

No comments