Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথি পৌরসভার প্রশাসক মন্ডলী উদ্যোগে মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অখিল গিরি কে সম্বর্ধনা

কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী ও কর্মীদের পক্ষ থেকে অাজ পৌরসভার সভাগৃহে রাজ্য সরকারের মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অখিল গিরি কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলীর চেয়া…

 




কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী ও কর্মীদের পক্ষ থেকে অাজ পৌরসভার সভাগৃহে রাজ্য সরকারের মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অখিল গিরি কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপারসন সিদ্ধার্থ মাইতি। বক্তব্য রাখেন মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অখিল গিরি, পৌর প্রশাসকমন্ডলীর সদস্য মামুদ হোসেন, সুবল মান্না, হাবিবুর রহমান, রত্নদীপ মান্না, সেক সাবুল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র সদস্য সুপ্রকাশ গিরি এক শুভেচ্ছা বার্তায় সভার সাফল্য কামনা করে বার্তা পাঠান।পৌরসভার চেয়ারপারসন সিদ্ধার্থ মাইতি মৎস্য মন্ত্রী অখিল গিরি কে পুষ্পস্তবক, মানপত্র ও উপহার সামগ্রী প্রদান করে সম্বর্ধিত করেন।কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র সদস্য মামুদ হোসেন বলেন কাঁথি পৌরসভা এলাকায় শান্তি,সম্প্রীতি ও সৌহার্দ্যের বাতাবরণ কে অক্ষুণ্ণ রাখাই অামাদের দায়িত্ব ও কর্তব্য হওয়া উচিত। রাজ্য সরকারের ভারপ্রাপ্ত মৎস্য মন্ত্রী অখিল গিরি বলেন কাঁথি শহর সকলের প্রাণের শহর,শান্তির নীড়।জেলার বিভিন্ন প্রান্তের মানুষ কাঁথি শহরে জায়গা কিনে ঘরবাড়ি করেন শান্তির খোঁজে। সকলকে অাপমর নাগরিকদের   শান্তি ও সুরক্ষা কে নিশ্চিত করার দায়িত্ব অামাদের নিতে হবে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে কাঁথি মহকুমা তথা জেলার শান্তি ও উন্নয়নের জয়যাত্রাকে গতিশীল করতে হবে। কাঁথি পৌরসভা কোভিড ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে রাজ্যে প্রথম স্হান অধিকার করায় সন্তোষ প্রকাশ করেন অখিল গিরি। কাঁথি পৌরসভার অধরা উন্নয়ন কে পূরণ করতে অঙ্গীকারবদ্ধ বলে জানান মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অখিল গিরি।

No comments