Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোভিড আক্রান্তদের রান্না খাবার পৌঁছে দিচ্ছেন প্রয়াস

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্র, প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি ও ফ্রেন্ডস ক্লাব যৌথ উদ্যোগে ১০০জন কভিড আক্রান্ত ও দু‌ঃস্থ  পরিবারকে কমিউনিটি কিচেন থেকে রান্না করা খাওয়ার,মাক্স ও স্যানিটাইজার তুলে দেওয়া হয…

 





পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্র, প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি ও ফ্রেন্ডস ক্লাব যৌথ উদ্যোগে ১০০জন কভিড আক্রান্ত ও দু‌ঃস্থ  পরিবারকে কমিউনিটি কিচেন থেকে রান্না করা খাওয়ার,মাক্স ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়।চলবে আগামী সাত দিন। উপস্থিত ছিলেন প্রয়াসের সভাপতি প্রিতিভূষন অধিকারী সম্পাদক সুবিমল দাস পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সহ সম্পাদক নকুল চন্দ্র ঘাটী পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক মণীন্দ্র নাথ গায়েন, সুকুমার মাইতি প্রমুখ। প্রয়াস সম্পাদক সুবিমল দাস বললেন কোভিড আক্রান্ত পরিবারের পাসে আমারা ছিলাম,আছি থাকবো।মাক্স পরুন, স্যানিটাইজার করুন,দুরত্ব বজায় রাখুন।ঘরে থাকুন, সুস্থ থাকুন। 

ঘূর্ণিঝড় "যশ"আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে তাই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে হেল্পলাইন নম্বর।District Control room no- 03228262728 &  90739 39804 .



No comments