নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরাংশে বুধনীলকান্ত গ্ৰামে ভগবান বিষ্ণুর এই আশ্চর্য ভাস্কর্যটি রয়েছে। এই বিগ্ৰহটি পঞ্চম শতকের , ছবিতে লক্ষ্য করলে দেখবেন বিষ্ণুর মূর্তিটি অনন্তনাগের ( শেষ নাগ ) উপর শায়িত। এই মূর্তিটি প্রায় পাঁচ মি…
নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরাংশে বুধনীলকান্ত গ্ৰামে ভগবান বিষ্ণুর এই আশ্চর্য ভাস্কর্যটি রয়েছে। এই বিগ্ৰহটি পঞ্চম শতকের , ছবিতে লক্ষ্য করলে দেখবেন বিষ্ণুর মূর্তিটি অনন্তনাগের ( শেষ নাগ ) উপর শায়িত। এই মূর্তিটি প্রায় পাঁচ মিটার লম্বা , ভাস্কর্যটিতে পরিষ্কারভাবে দেখানো হয়েছে যে ভগবান বিষ্ণু শায়িত হয়ে রয়েছেন অস্ত্র সাজে সজ্জিত হয়ে।
No comments