Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকের মহকুমা শাষকের কাছে পদত্যাগপত্র দিলেন শহীদ মাতঙ্গিনী ব্লক সভাপতি দিবাকর জানা

বিধানসভার রেজাল্ট ঘোষণা হওয়ার পরের দিনই পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকে রঘুনাথপুর ২ নম্বর অঞ্চল এবং কাখোর্দ্ধা অঞ্চলের অনাস্থা ভোটে জয়লাভ করলেন তৃণমূল নেতারা। দল বিরোধী কাজের জন্য কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলা সভ…

 





বিধানসভার রেজাল্ট ঘোষণা হওয়ার পরের দিনই পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকে রঘুনাথপুর ২ নম্বর অঞ্চল এবং কাখোর্দ্ধা অঞ্চলের অনাস্থা ভোটে জয়লাভ করলেন তৃণমূল নেতারা। দল বিরোধী কাজের জন্য কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি সৌমেন মহাপাত্র দল থেকে সাসপেন্ড করেছিল শহীদ মাতঙ্গিনী ব্লক সভাপতি দিবাকর জানা কে এবং দিবাকর জানার অনুগামী হিসেবে পরিচিত রঘুনাথপুর ২ নম্বর অঞ্চলের প্রধান শিলাদিত্য আদক এবং কাখোর্দ্ধা অঞ্চল মিনতি পট্টনায়েক এবং উপপ্রধান নিকুঞ্জ মান্না এর বিরুদ্ধে। এরপর এই দুই অঞ্চলের বিরুদ্ধে দল বিরোধী কাজের জন্য অনাস্থা ভোট ডাকেন শহীদ মাতঙ্গিনী ব্লক সভাপতি দিবাকর জানার বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত তথা শহীদ মাতঙ্গিনী ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ জয়দেব বর্মন নেতৃত্বে বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্বরা।সোমবার ওই দুই অঞ্চলের অনাস্থা ভোট হয়ে রঘুনাথপুর অঞ্চলের ১২ জন সদস্যের মধ্যে ৯ জন অঞ্চল সদস্য  অনাস্থা ভোটের সমর্থন করেছেন।কাখোর্দ্ধা অঞ্চলেও অনাস্থা ভোটে সমর্থন করেছেন সকল সদস্যরা।

দুই অঞ্চলের অনাস্থার যাদের বিরুদ্ধে ডাকা হয়েছিল তারা কিন্তু অনুপস্থিত ছিলেন।একপ্রকার ভোট গণনার পরেরদিনই তৃণমূলের স্বস্তির খবর ২ অঞ্চল পুনরায় তৃণমূলের দখলে রাখতে সক্ষম।তবে অনাস্থার ভোট গননার আগেই মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দিলেন দিবাকর জানা।এই বিষয়ে বল্লুক গ্ৰামের প্রধান শরৎ মেট্যা বলেন - ওনারা দলবিরোধি কাজ করার জন্য সাসপেন্ড করেছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি সৌমেন মহাপাত্র।তারপর ওনাদের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন ২০ জন পঞ্চায়েত সদস্য।আগামীকাল দিবাকর জানা তার পদ থেকে নিজেই পদত্যাগ করেন।তবে এই বিষয়ে দিবাকর জানা বলেন -"আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইনা।তবে আপাতত রাজনীতি থেকে সরে আসার জন্যই আমি পদত্যাগপত্র জমা দিয়েছি মহকুমা শাসকের কাছে।"




No comments