রাজ্য জুড়ে চলছে লকডাউন।এই অবস্থায় খাবার দোকান, হোটেল, রেষ্টুরেন্ট বন্ধ। অনাহারে ভুগছে রাস্তা র অবলা কুকুর গুলো ।তাই পথ কুকুর বিড়াল দের খাওয়ানোর জন্য উদ্যোগ নিল উই কেয়ার স্বেচ্ছা সেবী সংস্থা।প্রায় এলাকার সমস্ত কুকুর দের ঘুরে…
রাজ্য জুড়ে চলছে লকডাউন।এই অবস্থায় খাবার দোকান, হোটেল, রেষ্টুরেন্ট বন্ধ। অনাহারে ভুগছে রাস্তা র অবলা কুকুর গুলো ।তাই পথ কুকুর বিড়াল দের খাওয়ানোর জন্য উদ্যোগ নিল উই কেয়ার স্বেচ্ছা সেবী সংস্থা।প্রায় এলাকার সমস্ত কুকুর দের ঘুরে ঘুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়।
সেই সাথে জনকল্যাণ মুলক কর্মসূচি ও পালন করে উই কেয়ার। তীব্র গরমে তে সমস্ত পুলিশ বন্ধু রা ডিউটি করছেন তাদের কাছে ORS পৌঁছে দেয় এই সংস্থা। পুলিশ বন্ধুরা এই উদ্যোগ কে সাধুবাদ জানায়।
সংস্থার সভাপতি সুভাষ নন্দ জানায় এই করোনা পরিস্থিতি তে আমরা অ্যাম্বুলেন্স, অক্সিজেন পৌঁছে দেওয়া,পালস অক্সিমিটার প্রদান, রোগী র ঘরে প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া প্রভৃতি উদ্যোগ গ্রহণ করেছি ।তার সাথে সাথেই এই মানবকল্যান মূলক কর্মসূচিগুলো ও আমরা চালাচ্ছি। তিনি
সকল সৈনিক দের এই মানবকল্যাণ মুলক কর্মসূচি তে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান।
No comments