মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ জুতো এখনও সব চক্রে বিতরণ করা হয় নি।অনেক চক্রে জুতো ঢাঁই হয়ে পড়েছে। শিক্ষা প্রশাসনিক স্তরে উদাসীনতা ছাত্রছাত্রীদের জুতো বিতরণের ক্ষ…
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ জুতো এখনও সব চক্রে বিতরণ করা হয় নি।অনেক চক্রে জুতো ঢাঁই হয়ে পড়েছে। শিক্ষা প্রশাসনিক স্তরে উদাসীনতা ছাত্রছাত্রীদের জুতো বিতরণের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। মিড-ডে মিল প্রকল্পের খাদ্য ও অন্যান্য সামগ্রী মাসে মাসে অভিভাবকদের বিতরণ করা হয়।তবে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জুতো বিতরণে সমস্যা কোথায় বুঝে ওঠা দুষ্কর। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জেলা বিদ্যালয় পরিদর্শক ( প্রাথমিক) কে ই-মেইল বার্তা পাঠিয়ে প্রাকৃতিক দুর্যোগ ইয়াস( যশ)-এর অাগে জুতো বিতরণের দাবী জানান।প্রাকৃতিক দুর্যোগে জুতোর স্টক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ার অাশঙ্কা রয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শক(প্রাথমিক) সমস্ত চক্র পরিদর্শক কে অাগামী ২৫ শে মে'র মধ্যে জুতো বিতরণ শেষ করে রিপোর্ট প্রদানের জন্য জরুরী নির্দেশ প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন প্রাক্তন প্রধান শিক্ষক তথা প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন।
No comments