Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া হাসপাতালের ১৫০ শয্যার করোনা ওয়ার্ড তৈরি হচ্ছে ঘুরে দেখলেন জেলা স্বাস্থ্য আধিকারিক

হলদিয়া মহ কুমার হাসপাতালই পরিকাঠামোপরীক্ষা করে দেখলেন পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য আধিকারিক (সি এম ও এইচ) বিভাস রায়। করোণা রোগীদের জন্য শয্যা বাড়ানোর চিন্তা ভাবনা থেকেই পরিদর্শন।  তিনি জানান ১৫০ শয্যার করোনা ওয়ার্ড তৈরি হচ…

 




হলদিয়া মহ কুমার হাসপাতালই পরিকাঠামোপরীক্ষা করে দেখলেন পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য আধিকারিক (সি এম ও এইচ) বিভাস রায়। করোণা রোগীদের জন্য শয্যা বাড়ানোর চিন্তা ভাবনা থেকেই পরিদর্শন।  তিনি জানান ১৫০ শয্যার করোনা ওয়ার্ড তৈরি হচ্ছে হলদিয়া হাসপাতালে। এখানে বেডসাইড অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা থাকবে। কিছুদিনের মধ্যেই করোনা ওয়ার্ডে  পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হবে। শুধু  করোনা ওয়ার্ড নয়। হলদিয়া পূর্ণাঙ্গ কোভিড হাসপাতাল করার জন্য জেলা প্রশাসনের তরফে রাজ্য স্বাস্থ্য দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে ।জেলাশাসক বিষয়টি দেখভাল করছে। ইতিমধ্যে হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শুধাংশু শেখর মন্ডল পৌরসভার তরফেও আইসিইউযুক্ত কোভিড  হাসপাতাল  করার প্রস্তাব পাঠিয়েছেন স্বাস্থ্য সচিবকে।

মহাকুমার হাসপাতাল এর সুপার জয়দীপ রায় বললেন হলদিয়া হাসপাতালে সংক্রমণের হার বেশি থাকায় হাসপাতালের২০ শয্যার করোনা ওয়ার্ড কয়েকদিন ধরে উপচে পড়ে ছিল। সেই জন্য দ্রুত শয্যা সংখ্যা বাড়াতে  চাইছি। হাসপাতালে দোতলায় নতুন ১৫০  শয্যার ওয়ার্ড চালু করার চেষ্টা হচ্ছে ২০ দিনের মধ্যে। হাসপাতালের চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী মিলিয়ে ১৫ থেকে ১৬ জন আক্রান্ত হওয়ায় লোকবলের সমস্যা হচ্ছে ।এখানে একটানা পরিষেবা দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন নার্স ও স্বাস্থ্যকর্মীরা। বয়স্ক নার্স দের কোমবিডিটি থাকায় তাদের অনেকে করোনা ওয়ার্ডে ডিউটি করতে ভয় পাচ্ছেন। 

No comments