Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দিনের শেষে তৃণমূল বনাম সিবিআইয়ের মধ্যে সংঘাতের পর শেষ হাসি হাসল তৃণমূল

জামিনে মুক্ত ফিরহাদ-সুব্রতরা, নৈতিক জয় বলল তৃণমূল।সিবিআই চেয়েছিল ১৪ দিনের জেল হেফাজত৷ কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি খারিজ করে নারদ মামলায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র …

 




জামিনে মুক্ত ফিরহাদ-সুব্রতরা, নৈতিক জয় বলল তৃণমূল।সিবিআই চেয়েছিল ১৪ দিনের জেল হেফাজত৷ কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি খারিজ করে নারদ মামলায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জামিন দিল আদালত৷ তারপরই কার্যত উল্লাস শুরু হয়ে যায় তৃণমূল শিবিরে৷ তৃণমূল নেতা-মন্ত্রীরা একে নৈতিক জয় বলে উল্লেখ করেন৷

এদিন নারদ মামলায় সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়-সহ চার জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করে সিবিআই৷ আদালতে অভিযুক্তদের পক্ষে সওয়াল করতে গিয়ে তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারককে জানান, চারজনই তদন্তে সহযোগিতা করেছেন৷ তাহলে গ্রেফতারি কেন৷ তাছাড়া রাজ্যপালের কোনও ক্ষমতা নেই চার্জশিটের অনুমতি দেওয়ার৷ দু’পক্ষের আইনজীবীর সওয়াল জবাব চলে একঘণ্টারও বেশি সময়৷ তারপরই রায় জানান বিচারক৷

অপরদিকে প্রায় ছ’ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন সকাল ১১টা নাগাদ তিনি সেখানে পৌঁছেছিলেন৷ তিনি যখন নিজাম প্যালেস ছাড়ছেন তখনও আদালত ধৃতদের জামিন বা হেফাজতে নেওয়ার বিষয়ে রায় দেয়নি৷ মমতা শুধু বলেন, ‘‘আমি এখন কিছু বলব না৷ আদালত যা করার করবে৷’’ নিজাম প্যালেস থেকে বেরিয়ে নবান্নে পৌঁছন মুখ্যমন্ত্রী৷




No comments