Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুর্যোগপূর্ণ দিনে ও পদ্ম শিবিরে ভাঙ্গন জোড়া ফুলে যোগদান

হলদিয়া নগর মন্ডল-২ বিজপী ও.বি.সি মোর্চার সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।যশ ও বুদ্ধ পূর্ণিমার জলোচ্ছ্বাস সারা জেলা লন্ডভন্ড। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শহরে বিভিন্ন গ্রাম এখনো জলমগ্ন ।বিভিন্ন ত্রাণশিবিরে…

 





হলদিয়া নগর মন্ডল-২ বিজপী ও.বি.সি মোর্চার সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।যশ ও বুদ্ধ পূর্ণিমার জলোচ্ছ্বাস সারা জেলা লন্ডভন্ড। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শহরে বিভিন্ন গ্রাম এখনো জলমগ্ন ।বিভিন্ন ত্রাণশিবিরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। এই অসহায় মানুষ তারা এখন দিশেহারা তারই মধ্যে রাজনীতির পরিবর্তন । হলদিয়া বিধানসভার ১৯৬ নম্বর বুথে পদ্ম শিবির থেকে ত্যাগ করে জোড়া ফুল তৃণমূলে যোগদান করালেন পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক অর্ণব দেবনাথ।তিনি জানান।হলদিয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডে ১৯৬ নং বুথ তৃনমূল কংগ্রেসের সভায় সর্ব সম্মতিক্রমে আলোচনা করে উপর নেতৃত্বের সম্মতি নিয়ে হলদিয়া নগর মন্ডল-২ বিজেপি ও.বি.সি মোর্চার সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথ কে তৃণমূল কংগ্রেসে যোগ দান করায় ১৯৬ নং বুথ তৃনমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক অর্নব দেবনাথ। অর্নব দেবনাথ আরও বলেন কিছু অসাধু মানুষ পিন্টু দেবনাথ কে জোর করে ভুল বুঝিয়ে বিজেপির সদস্য হতে বাধ্য করায় পরবর্তী কালে পিন্টু দেবনাথ কে নগর মন্ডল ২ বিজেপি ও.বি.সি মোর্চার সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়।কিন্তু পিন্টু দেবনাথের বাবা তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক, তাই পিন্টু একজন শিক্ষিত বেকার যুবক প্রতিনিয়ত আমাদের দলে আসার জন্য আমার সাথে যোগাযোগ করে লিখিত দরখাস্ত দেয় পরবর্তী কালে উপর নেতৃত্বের সাথে আলোচনা করে আমরা তৃনমূল কংগ্রেসে যোগদান করায়।পিন্টু দেবনাথ জানান আমি বিজেপি সংগঠন ছাড়ার কারণ বিজেপি সংগঠনে বেশির ভাগ যে যুবকরা সদস্য হিসাবে কাজ করতো তাদের কে বিজেপি নেতারা সব সময় নেশা করিয়ে ভুল পথে পরিচালনা করাতো কোন সুস্থ পরিবেশে সংগঠনের আলোচনা হতো না।আজ বাংলার মানুষ যে ভাবে দুহাত ভরে মমতা ব্যানার্জীর উপর আস্থা রেখে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন।আমি চাই আগামী দিনে বাংলার উন্নয়ন হোক আর সেই উন্নয়নের শরিক হয়ে মমতা ব্যানার্জীর হাতকে শক্তিশালী করতে চাই।

No comments