Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোণা সচেতনতায় নন্দকুমার বাজারে এস ইউসিআই (কমিউনিস্ট) দলের প্রচার

নন্দকুমার বাজারে এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে করোনা মোকাবিলায় সচেতনতা মূলক প্রচার করা হলো। করোণা স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি পর্যাপ্ত টেস্ট এর ব্যবস্থা, হাসপাতালের শয্যা বাড়ানো, সকলকে বিনামূল্যে ভ্যাকসিন এবং জীবনদায…

 



নন্দকুমার বাজারে এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে করোনা মোকাবিলায় সচেতনতা মূলক প্রচার করা হলো। করোণা স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি পর্যাপ্ত টেস্ট এর ব্যবস্থা, হাসপাতালের শয্যা বাড়ানো, সকলকে বিনামূল্যে ভ্যাকসিন এবং জীবনদায়ী ঔষধ সরবরাহ, অক্সিজেন- আম্বুলান্স এর ব্যবস্থা করা, মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ সহ বেশ কিছু দাবি নিয়ে সোচ্চার হন দলের কর্মীরা। সাধারণ মানুষের প্রয়োজনে যেকোনো রকম সাহায্যের জন্য দলের পক্ষ থেকে জেলায় হেলপ্লাইন খোলা হয়েছে। সেই হেল্পলাইন (তমলুক -৮০১৬৬১৫৩৬৩) নম্বর মানুষ সংগ্রহ করেন।দলের  সংগঠক শিক্ষক তপন জানা বলেন -মানুষকে সচেতন করার পাশাপাশি সরকারের কাছে আমরা পরিকাঠামোর উন্নতির দাবি জানাচ্ছি। আমাদের হেল্পলাইন সরবরাহ করছি, যাতে মানুষ যেকোন প্রয়োজনে আমাদের কাছে সহায়তা পেতে পারেন। তিনি সর্বস্তরের মানুষকে এই কাজে স্বেচ্ছাসেবক এর ভূমিকা নেওয়ার জন্য আহ্বান জানান। বাজারের বিভিন্ন জায়গায় ছোট ছোট আকারে বক্তব্যের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন তপন জানা, বাসুদেব দাস, অনুপ মাইতি, রাজকুমার মান্না, অভিষেক মান্না প্রমূখ।

No comments