সোমবার নন্দকুমার ব্লকের সাওড়াবেড়্যা জালপাই ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে ইস্তফা দিলেন ভবেশ চন্দ্র বর্মন। সোমবার তিনি শারীরিক অসুস্থতার কারণে প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে চান বলে বিডিও কে চিঠি দিয়েছেন ।স্থানীয় সূত্রে জা…
সোমবার নন্দকুমার ব্লকের সাওড়াবেড়্যা জালপাই ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে ইস্তফা দিলেন ভবেশ চন্দ্র বর্মন। সোমবার তিনি শারীরিক অসুস্থতার কারণে প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে চান বলে বিডিও কে চিঠি দিয়েছেন ।স্থানীয় সূত্রে জানা যায় ভোটের আগে ভবেশ চন্দ্র বাবু তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন।ভোটের ফল প্রকাশের পর তিন সপ্তাহ চুপচাপ থাকার পর তিনি বিডিও কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন। পঞ্চায়েত প্রধান আসনটি তপশিলি জাতির জন্য সংরক্ষিত। যদিও ভবেশ বাবু ছাড়া তপশিলি জাতি ভুক্ত দ্বিতীয় কোনো সদস্য নেই। ভবেশ বাবুর মোবাইল বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। এ ব্যাপারে নন্দকুমার ব্লক তৃণমূল সভাপতি দীননাথ দাস বললেন ওই পঞ্চায়েত প্রধান বিজেপিতে যোগ দিয়েছিলেন তার পর সোমবার তিনি প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন।
No comments