তাজা বোমা সহ এক বিজেপি কর্মীকে গ্রেফতার করল পটাশপুর থানার পুলিশ। ধৃত পবন দেবনাথের বাড়ি পটাশপুর থানার গোকুলপুর গ্রামে। গ্রেফতার পবন দেবনাথ এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসাবে পরিচিত। মঙ্গলবার ধৃতকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক তার জ…
তাজা বোমা সহ এক বিজেপি কর্মীকে গ্রেফতার করল পটাশপুর থানার পুলিশ। ধৃত পবন দেবনাথের বাড়ি পটাশপুর থানার গোকুলপুর গ্রামে। গ্রেফতার পবন দেবনাথ এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসাবে পরিচিত। মঙ্গলবার ধৃতকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে দেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী অশান্তি জন্য বাড়িতে বেশ কয়েকটি তাজা বোমা পবন মজুত করে রেখেছিল বলে অভিযোগ।
গোপন সূত্রে খবর পেয়ে এদিন পুলিশ তার বাড়িতে অভিযান চালায়৷ বাড়ি থেকে প্রায় ১২ টি তাজা বোমা উদ্ধার করে। অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ।পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী বলেন, “অভিযান চালিয়ে ওই বিজেপি কর্মীর বাড়ি থেকে বেশ কয়েকটি তাজাবোমা উদ্ধার করা হয়েছে।
একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে৷’’ পটাশপুর বিধানসভা জয়ী তৃনমূল কংগ্রেস প্রার্থী উওম বারিক বলেন, “এলাকায় কিছু বিজেপি আশ্রিত দৃষ্কৃতিকারীরা সন্ত্রাস সৃষ্টি করেছে। তাই বাড়িতে বোমা মজুত করে রেখেছিল। পুলিশকে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য জানিয়েছি৷’’ যদিও এলাকায় বিজেপি নেত্বয়ের দাবি, তৃনমূল পরিকল্পিত ভাবে ফাঁসিয়েছে। পুলিশ দিয়ে মিথ্যা মামলার করেছে৷
No comments