Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলাশাসকের তৎপরতায়, নন্দীগ্রাম নির্বাচনী গুরুত্বপূর্ণনথি গণনা কেন্দ্র থেকে বের করা হল

একুশে বিধানসভা নির্বাচনে পুনর্গণনার দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে হলদিয়া গণনা কেন্দ্রের সামনে অবস্থান-বিক্ষোভ চলেছিল। আজ পঞ্চম দিন প্রশাসনের সাথে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আজগর আলীকে আশ্বাস দেন একটি ন…

 




একুশে বিধানসভা নির্বাচনে পুনর্গণনার দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে হলদিয়া গণনা কেন্দ্রের সামনে অবস্থান-বিক্ষোভ চলেছিল। আজ পঞ্চম দিন প্রশাসনের সাথে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আজগর আলীকে আশ্বাস দেন একটি নির্দিষ্ট জায়গায় থাকবে সেই সুবাদেই গণনা কেন্দ্র থেকে কঠিন নিরাপত্তা নিয়ে ভিপি প্যাড সরানো হলো-প্র

সঙ্গত,হলদিয়া গণনা কেন্দ্রে আটকে থাকা ভিভিপাট মেশিন, ইভিএম এবং নির্বাচনী জিনিসপত্র বিশাল পুলিশি নিরাপত্তায় বের করা হলো। গত 2 মে রবিবার ভোট গণনা হবার পর বিশৃঙ্খলা দেখা দেওয়ায় সমস্ত মালপত্র আটকে পড়েছিল গভমেন্ট হাই স্কুল। আজ নূতন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি  তৎপরতায় নির্বাচনী গুরুত্বপূর্ণনথি গুলি স্কুল থেকে বের করে হলদিয়া একটি ওয়ার হাউসে রাখা হয়।  ভোট গণনায় কারচুপি ও পুনর্গণনার দাবিতে হলদিয়া মঞ্জুশ্রী মড়ে ৫ দিন ধরে ধরনায় তৃণমূল কর্মী সমর্থকরা।

No comments