হাসপাতালের সামনে পলিথিন প্যাকেট বন্দি মৃতদেহ৷ রবিবার সকালে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাঁথি মহকুমা হাসপাতাল চত্বরে। রবিবার সকালে কাঁথি মহকুমা হাসপাতালে জরুরি বিভাগের সামনে পলিথিন বন্দি মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান রোগীর পরিজনে…
হাসপাতালের সামনে পলিথিন প্যাকেট বন্দি মৃতদেহ৷ রবিবার সকালে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাঁথি মহকুমা হাসপাতাল চত্বরে। রবিবার সকালে কাঁথি মহকুমা হাসপাতালে জরুরি বিভাগের সামনে পলিথিন বন্দি মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান রোগীর পরিজনেরা।
প্রথমে হাসপাতালে জরুরি বিভাগের সামনে এসে এক যুবক জানান, তাঁরা থানা থেকে এসেছেন। কিছুক্ষন পরই ওই যুবক উধাও হয়ে যায়। হাসপাতালের পক্ষ থেকে যুবককে খোঁজাখুঁজি করলেও কোনও সন্ধান পাওয়া যায়নি। খবর ছড়িয়ে পড়তেই কাঁথি হাসপাতালে চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাসপাতালে রোগী ও আত্মীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার পুলিশ। এরপর মৃতদেহটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। মৃতদেহটি পুরুষ নাকি মহিলা তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ। হাসপাতালে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ পলিথিন মধ্যে শিশুর মৃতদেহ থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। যদিও এই ঘটনার হাসপাতালে কর্তৃপক্ষ ও কাঁথি থানার পুলিশের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কাঁথি হাসপাতালে আসা নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক রোগীর আত্নীয় বলেন,”সকালে হাসপাতালে জরুরি বিভাগের সামনে পলিথিন প্যাকেট বন্দি কি একটা পড়েছিল৷ শুনলাম ওটার মধ্যে মৃতদেহ রয়েছে৷’’
কে বা কারা কীভাবে এবং কী উদ্দেশ্যে প্যাকেট বন্দি মৃতদেহ ফেলে রেখে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা কর্মীদের ভূমিকা নিয়েও৷ যদিও এখনও কোনও পক্ষই কোনও মন্তব্য করতে নারাজ৷ পুলিশ জানিয়েছে, তদন্তে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে৷
No comments