Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লকডাউনের প্রথমদিন কোভিড১৯ মানার জন্য রাস্তায় নামলেন পুলিশ

কোভিড দ্বিতীয় প্রতিঘাত মোকাবিলায় সতর্কতা অবলম্বনে গণসচেতনতা জাগরণের প্রয়াসে নামলেন আমরা সবাই স্পোর্টস এ্যান্ড কালচারাল অর্গ্যানাইজেশন। সকাল থেকে কোভিড১৯  প্রচার পত্র বিতরণ, পোষ্টারিং,মাস্কও স্যানিটাইজার বিতরণ, মাইকে ঘোষণা করেন…

 





কোভিড দ্বিতীয় প্রতিঘাত মোকাবিলায় 

সতর্কতা অবলম্বনে গণসচেতনতা জাগরণের প্রয়াসে নামলেন আমরা সবাই স্পোর্টস এ্যান্ড কালচারাল অর্গ্যানাইজেশন। সকাল থেকে কোভিড১৯  প্রচার পত্র বিতরণ, পোষ্টারিং,মাস্কও স্যানিটাইজার বিতরণ, মাইকে ঘোষণা করেন।, রবিবার সকাল ৮টা থেকে

শুরু করেন। ক্লাবের সামনে থেকে শুরু হয় কোভিড১৯  প্রচার অভিযান সহযোগিতা করেন হলদিয়া থানার পুলিশ। এলাকার বাড়ি বাড়ি গিয়ে কোভিড১৯ প্রচারপত্র তুলে দিলেন স্যানিটাইজার করা এবং মাক্স বাধ্যতামূলক করতে বললেন ।যাদের মার্ক্স নেই তাদের হাতে তুলে দিলেন।আমরা সবাই স্পোর্টস এ্যান্ড কালচারাল অর্গ্যানাইজেশন ,বিষ্ণুরামচক তারপর হলদিয়া শহর উপনগরীর স়ংলগ্ন গ্রাম গুলিতে সরকারের নিয়ম ওস্বাস্থ্যবিধি মান্যকরে পথপরিক্রমায় অংশগ্রহণ করেন । সহযোগিতা করেন হলদিয়া থানার পুলিশ। 

হলদিয়া পৌরসভা এলাকার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গঠন করেছেন রেড ভলান্টিয়ার্স স্বেচ্ছাসেবী সংগঠন। তারা প্রত্যেক টি ওয়ার্ডের মধ্যে অসহায় দুস্থ কোভিড আক্রান্ত যারা হচ্ছেন ফোন করলে তারাও পৌঁছে যাচ্ছেন বাড়ি বাড়ি। হলদিয়া পৌরসভায় ২৪ ঘন্টা মনিটরিং টিম গঠন করেছেন ।পৌর এলাকা হ্যান্ডবিল বিলি করা হয়েছে তাতেই ফোন নাম্বার দেওয়া আছে ।ফোন করলেই টেলিমেডিসিন থেকে শুরু করে এম্বুলেন্স সব রকমের সহযোগিতা পাওয়ার আশ্বাস দিয়েছেন পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল। হলদিয়া পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজগর আলি পল্টু নেতৃত্বে এলাকায় একটি মনিটরিং টিম গঠন করেছেন। কোভিড আক্রান্ত থেকে অসহায় মানুষ ফোন করলেই সব রকমের সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর আজগর আলি পল্টু। সারা হলদিয়া জুড়ে কোভিড১৯ প্রতিহত করার জন্য একযোগে নেমে পড়েছেন সরকারি সংস্থা থেকে বেসরকারি সংস্থা।লকডাউনের প্রথমদিন চৈতন্যপুর ,সুতাহাটা এলাকায় লকডাউন মান্যতা করার জন্য ।সকাল থেকেই পুলিশের মাইক প্রচার শুরু হয় ।বেলা বাড়তেই যারা অবাধ্য দোকানদার তাদের বাধ্য হয়ে লাঠিচার্জ করতে দেখা যায়। এবং কোভিড১৯ মেনে চলার জন্য সুতাহাটা থানার উদ্যোগে তাদের অনুরোধ করেন। কঠিন নিরাপত্তা বলয়ের মধ্যে সুতাহাটা থানার পুলিশ নজর রেখেছেন। ভবানীপুর থানার উদ্যোগে বিভিন্ন এলাকায় মাইক প্রচার করে। ব্রজলাল চক, মিলন, কদমতলা, মোড় বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান চলে ।জেলা পুলিশের সহযোগিতা নিয়ে সারা জেলার সাথে দুর্গাচক, হলদিয়া ,টাউনশিপ ,ভবানীপুর, সুতাহাটা থানার পুলিশ আলাদা আলাদাভাবেই তারা মাইক প্রচার করেন ।এবং এলাকায় নজরদারি বাড়িয়েছে বাড়িয়ে দেন।




No comments