তুমি আবার এসো ফিরে,আমরা আবার সুন্দর প্রকৃতির কাছে ফিরে যাব।তোমাতে আমাতে মিলেউষর-ধূসর মরুভূমির বুকেগড়ে তুলব নান্দনিক মরুদ্যান,ঝর্ণাহীন পাহাড়ের গায়েঝরিয়ে দেব ঝর্ণা,যে নদী হারিয়েছে স্রোতহারিয়েছে মোহনা,তাকে করে তুলব স্রোতস্বিনীফিরিয়…
তুমি আবার এসো ফিরে,
আমরা আবার
সুন্দর প্রকৃতির কাছে ফিরে যাব।
তোমাতে আমাতে মিলে
উষর-ধূসর মরুভূমির বুকে
গড়ে তুলব নান্দনিক মরুদ্যান,
ঝর্ণাহীন পাহাড়ের গায়ে
ঝরিয়ে দেব ঝর্ণা,
যে নদী হারিয়েছে স্রোত
হারিয়েছে মোহনা,
তাকে করে তুলব স্রোতস্বিনী
ফিরিয়ে দেব তার মোহনা।
সমুদ্রের মাঝখানে গড়ে তুলব
সবুজ দ্বীপ,
ঝরাফুলের বাগানে আবার ফোটাব ফুল।
যে পাখি গান গাইতে ভুলেগেছে
তার কণ্ঠে নতুন ক'রে তুলে দেব
গানের স্বরলিপি-
ছিন্নবীণা বেঁধে নেব নতুন তারে।
কালো কালো মেঘগুলো সরিয়ে দিয়ে
মুক্ত করব নীল আকাশ,
খাঁচার পাখিকে উড়িয়ে দেব-
নীল আকাশের গায়,
সবুজে সবুজে পৃথিবী ভরিয়ে দিয়ে
মুছে দেব বাতাসের বিষ।
প্রকৃতির স্বপ্নকে ফিরিয়ে দেব
আপন আলয়ে-
শুধু তুমি আবার এস ফিরে!
No comments