সাহিত্য সাধক চৈতন্য চর্চায় গভীর মননশীল লেখক কানাইলাল দাস বুধবার প্রয়াত হয়েছেন। সোমবার তিনি গুরুতর অসুস্থ হয়ে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বয়স হয়েছিল ৮৩ বছর। তিন দশকের অধিককাল তিনি নন্দীগ্রামের মনুচক থেকে…
সাহিত্য সাধক চৈতন্য চর্চায় গভীর মননশীল লেখক কানাইলাল দাস বুধবার প্রয়াত হয়েছেন। সোমবার তিনি গুরুতর অসুস্থ হয়ে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বয়স হয়েছিল ৮৩ বছর।
তিন দশকের অধিককাল তিনি নন্দীগ্রামের মনুচক থেকে "সংগ্রামী নন্দীগ্রাম" নামের একটি সংবাদ পাক্ষিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। কবিতা, প্রবন্ধ লেখার পাশাপাশি বেশ কয়েকটি গবেষণামূলক বই রচনা করে দেশ-বিদেশের তনিষ্ঠ পাঠক মহল ও সংস্থার দ্বারা সমাদৃত ও সম্মানীয় হয়েছেন। তাঁর মোট ১৩টি বই প্রকাশিত হয়েছে। অতীতে সংগ্রামী নন্দীগ্রাম, নন্দীগ্রাম থানার তেভাগা আন্দোলন, দেবদেবীর পীঠস্থান--- মন্দির মসজিত নন্দীগ্রাম, সংসার বিজ্ঞানী শ্রীরামকৃষ্ণ প্রমুখ তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। "অতীতে সংগ্রামী নন্দীগ্রাম" বই থেকে কালজয়ী সাহিত্যিক মহাশ্বেতা দেবী তাঁর সম্পাদিত পত্রিকা "বর্তিকা"তে একবার সম্পূর্ণ অংশ ছেপেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর "নন্দী মা" বইতে এই বইয়ের অনেক অংশ প্রকাশ করে বইটির গুরুত্ব স্বীকার করেছেন। "অতীতে সংগ্রামী নন্দীগ্রাম" বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৪ সালে। বইটি শেষ সংযোজিত মুদ্রণ হয়েছে ২০১৮ সালে "সংগ্রামী নন্দীগ্রাম" নামে।
তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
তাঁর মৃত্যুর সংবাদে গভীর শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিচিত বিরাট সাহিত্য ও সংস্কৃতি মহলে।
না ফেরার দেশে পাড়ি দিলেন প্রবীণ শিক্ষক, সাংবাদিক, গবেষক,সাহিত্যিক,বহু গ্রন্থের প্রণেতা,এবং সংগ্রামী নন্দীগ্রাম পত্রিকার সম্পাদক কানাই লাল দাস। উনার বিদেহী আত্মা শান্তি কামনা করে হলদিয়া মহকুমার রিপোর্টার্স ক্লাব। উনার পরিবারবর্গ কে সমবেদনা জানাই ক্লাবের পক্ষ থেকে।
না ফেরার দেশে পাড়ি দিলেন প্রবীণ শিক্ষক, সাংবাদিক, গবেষক,সাহিত্যিক,বহু গ্রন্থের প্রণেতা,এবং সংগ্রামী নন্দীগ্রাম পত্রিকার সম্পাদক কানাই লাল দাস। উনার বিদেহী আত্মা শান্তি কামনা করে হলদিয়া মহকুমার রিপোর্টার্স ক্লাব। উনার পরিবারবর্গ কে সমবেদনা জানাই ক্লাবের পক্ষ থেকে।
No comments