Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

একুশে নির্বাচনে ভোট গণনা কেন্দ্রে বিস্তারিত...

পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি বিধানসভা কেন্দ্রে বুথ, টেবিল এবং কত রাউন্ডে গননা হবে কোভিড ১৯ মেনে রাত পোহালেই একুশে বিধানসভা নির্বাচনে ভোট গণনা। সারা রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের রাজ্যের মুখ্যমন্ত্…

 




পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি বিধানসভা কেন্দ্রে বুথ, টেবিল এবং কত রাউন্ডে গননা হবে কোভিড ১৯ মেনে রাত পোহালেই একুশে বিধানসভা নির্বাচনে ভোট গণনা। সারা রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রতিপক্ষ তাদের প্রাক্তন মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সংযুক্ত মোচা প্রার্থী মীনাক্ষী মুখার্জি সারা রাজ্যের মানুষ হলদিয়া ভোট গণনা কেন্দ্রের দিকে নজর দেবে নন্দীগ্রাম বিধানসভায়।

নন্দীগ্রাম  মোট বুথ ৩৫৫ টেবিল২১ এবং ১৭ রাউন্ডে হলদিয়া বুথ  ৩৫৮ টেবিল২১ হয়েছে ১৮ রাউন্ডে  মহিষাদল ৩৪৬ টেবিল২১ রাউন্ড ১৭ 

ময়না৩৬০ টেবিল ২১ রাউন্ড ১৮

 নন্দকুমার ৩৫৪টেবিল ২১ রাউন্ড ১৭

চন্ডিপুর ৩৪৫ টেবিল২১ রাউন্ড ১৭

পাঁশকুড়া পূর্ব ৩৩০ টেবিল ২১ রাউন্ড ১৬

পাঁশকুড়া পশ্চিম ৩৮০ টেবিল ২১ রাউন্ড ১৯

কাঁথি উত্তর ৩৬১ টেবিল ২১ রাউন্ড ১৮

কাঁথি দক্ষিণ ৩২০ টেবিল ২১ রাউন্ড ১৬

 খেজুরি ৩০০ টেবিল ২১ রাউন্ড ,১৬

রামনগর ৩৬১ টেবিল ১৬ রাউন্ড ১৮

পটাশ পুর ৩১৭ টেবিল ২৫ রাউন্ড ১৩

 এগরা ৩৯৪ টেবিল ২৫ রাউন্ড  ১৬

ভগবান পুর ৩৫৪ টেবিল ২৫ রাউন্ড,২৫ 

পূর্ব মেদিনীপুর জেলায় কোথায় কোথায় একুশে নির্বাচনের ফল ঘোষণা হবে ।মোট ,৬ টি কেন্দ্রে এই ফল ঘোষণা হবে। হলদিয়া গভমেন্ট হাই স্কুল, কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়, কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ, কাঁথি প্রভাত কুমার কলেজ, এগরা  হাই স্কুল, বাজ কুল মিলনী মহাবিদ্যালয়।

কোন বিধানসভা কোথায় গণনা হবে

হলদিয়া গভমেন্ট হাই স্কুল গণনা হবে নন্দীগ্রাম হলদিয়া মহিষাদল। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র( তমলুক, ময়না নন্দকুমার, চন্ডিপুর) কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ (পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম) কাঁথি প্রভাত কুমার কলেজ ( কাঁথি উত্তর ,কাঁথি দক্ষিণ ,খেজুরি, রামনগর) এগরা ঝান্টু লাল হাই স্কুল (এগরা, পটাশপুর) বাজকুল মিলনী মহাবিদ্যালয় ( ভগবানপুর) পূর্ব মেদিনীপুর জেলা শাসক জানিয়েছেন ভোট গণনায় নিযুক্ত মোট কর্মী ১৭৯৬ জন।





No comments