সময় কি দ্রুত চলে যায়
চুরি হয়ে যাওয়া যৌবনের মত কঠিন পরিচয়।
আমার চুরি যাওয়া দ্রুত বাল্য থেকে যৌবন -
পাখনার ঝাপটায় উড়ে চলে দ্রুত, পেশার নেশায়।
আমার দেরিতে আসা বসন্তের আঙিনায়, নেই কোনো কুঁড়ি, প্রস্ফুটিত ফুল।
কঠিন সত্যের …
সময় কি দ্রুত চলে যায়
চুরি হয়ে যাওয়া যৌবনের মত কঠিন পরিচয়।
আমার চুরি যাওয়া দ্রুত বাল্য থেকে যৌবন -
পাখনার ঝাপটায় উড়ে চলে দ্রুত, পেশার নেশায়।
আমার দেরিতে আসা বসন্তের আঙিনায়, নেই কোনো কুঁড়ি, প্রস্ফুটিত ফুল।
কঠিন সত্যের মুখোমুখি
পৌঁছে গেছি পূর্ণবয়স্কতায়।
ভেতর পক্বতা কম করে অনুসৃত হয় সময়ের সাথে তাল মিলিয়ে,
শুধু সময় - নিয়ে গেছে অনেক উত্তরণের পথ।
প্রভুর করুণার চোখে
হতে পারি যেন মহান।।
No comments