করোনা মোকাবিলায় রাজ্যে লাগু হল আংশিক লকডাউন। শুক্রবার বিজ্ঞতি দিয়ে জানানো হয়েছে, আজ থেকেই বন্ধ হচ্ছে শপিং মল, সিনেমা হল। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে রেস্তোরাঁ, বিউটি পার্লার, স্পা, জিম, স্যুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্সও। এদিক…
করোনা মোকাবিলায় রাজ্যে লাগু হল আংশিক লকডাউন। শুক্রবার বিজ্ঞতি দিয়ে জানানো হয়েছে, আজ থেকেই বন্ধ হচ্ছে শপিং মল, সিনেমা হল। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে রেস্তোরাঁ, বিউটি পার্লার, স্পা, জিম, স্যুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্সও। এদিকে, রবিবার ভোটগণনার দিন সব ধরনের জমায়েতে রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করেছে।
আংশিক লকডাউনের নির্দেশিকাতে স্পষ্ট উল্লেখ, বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত, আর দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। আংশিক লকডাউনের আওতা থেকে বাদ ওষুধের দোকান, মুদিখানা। হোম ডেলিভারি ও অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও জারি হচ্ছে না কোনও বিধি-নিষেধ।
শুক্রবার বিকেলে নবান্ন থেকে মুখ্যসচিবের সই করা জারি বিজ্ঞপ্তিতে রাজ্য জানিয়েছে, বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী বেশ কিছু বিধি-নিষেধ জারি করা হল। এখন থেকেই এই বিজ্ঞপ্তি বলবৎ করা হল। পরের নির্দেশ জারি না করা পর্যন্ত যে নিয়মাবলী জারি থাকবে।
একঝলকে বিজ্ঞপ্তিতে যা যা বলা হয়েছে-
১) সমস্ত শপিং কমপ্লেক্স, মল, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্তোরাঁ, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, স্পা, সুইমিং পুল বন্ধ থাকবে।
(হোম ডেলিভারি ও অনলাইন সার্ভিস জারি থাকবে।)
২) সমস্ত রকম সামাজিক, সাংস্কৃতিক সহ সব ধরণের জমায়েত নিষিদ্ধ।
৩)সমস্ত বাজার-হাট সকাল ৭টা থেকে ১০ ও দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে।
(ওষুধের দোকান ও মুদিখানার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।)
৪) নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটগণনার দিন সমস্ত জমায়েত নিষিদ্ধ। করা যাবে না কোনওরকম বিজয় র্যালি, শোভাযাত্রা।
৫) এই বিজ্ঞপ্তির কোনওরকম অন্যথা হলে ২০০৫ সালের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আইনে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গোটা দেশের মতোই বঙ্গেও ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা পরিস্থিতি। পাঁচ, দশ, পনেরোর গণ্ডি ডিঙিয়ে দৈনিক সংক্রমণ কুড়ি হাজারের দিকে ধাবমান। রোজই একাধিক রাজ্যবাসীকে হারাচ্ছি আমরা। এই পরিস্থিতিতে হাসপাতালে বেড পাওয়া নিয়েও তৈরি হয়েছে সংশয়। তাই করোনার চোঙ রাঙানির মাঝে পরিস্থিতি সামলাতে বাধ্য হয়েই আংশিক লকডাউনের পথে হাঁটল রাজ্য।
No comments