পূর্ব মেদিনীপুর জেলার বন্দরনগরী হলদিয়া । করোনা দ্বিতীয় ঢেউ পূর্ব মেদিনীপুর জেলার কয়েকজন মৃত্যু হয়েছে। প্রশাসন ইতিমধ্যে নড়েচড়ে বসেছেন এবং মাক্স ,স্যানিটাইজার করার জন্য প্রচার অভিযান চালিয়েছেন। জেলার অন্যান পৌরসভা বিভিন্ন এ…
পূর্ব মেদিনীপুর জেলার বন্দরনগরী হলদিয়া । করোনা দ্বিতীয় ঢেউ পূর্ব মেদিনীপুর জেলার কয়েকজন মৃত্যু হয়েছে। প্রশাসন ইতিমধ্যে নড়েচড়ে বসেছেন এবং মাক্স ,স্যানিটাইজার করার জন্য প্রচার অভিযান চালিয়েছেন। জেলার অন্যান পৌরসভা বিভিন্ন এলাকায় মাক্স বাধ্যতামূলক করেছেন। অকারণে বাড়ির বাহিরে না হওয়ার জন্য আবেদন করছেন।হলদিয়াতে ইতিমধ্যে কয়জন মারা গেছেন। কোভিড ১৯ আক্রান্ত হয়ে দিন দিন বাড়ছে। করোনা পজিটিভ সংখ্যা বাড়ছে মানুষ আতঙ্কিত। ইতিমধ্যে হলদিয়া বন্দরের কয়েকজন আক্রান্ত হয়েছেন এবং বন্দরের আবাসিক টাউনশিপে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে।কত বৎসর প্রথম ধরা পড়েছিল হলদিয়া বন্দরের মধ্যে এক কর্মচারীর আর সেই আতঙ্কেই বন্দরের কাজকর্ম বন্ধ ছিল এক সপ্তাহ। সেজন্যই হলদিয়া বন্দর দ্বিতীয় ঢেউ আসতেই সতর্ক হয়ে বন্দরের প্রবেশ দ্বারে ভিন রাজ্য থেকে গাড়ির ড্রাইভার হেলপার আসছে তাদের থার্মস্ক্যান করে এবং মাক্স না থাকলে বন্দরের ভিতরে প্রবেশ নিষেধ করেছেন। বন্দরে শ্রমিকদের সচেতন করতে মাইকিং প্রচার ও স্যানিটাইজার করলেন বন্দরের কোল বার্থসহ বিভিন্ন অফিসে স্যানিটাইজারইজ করলেন বন্দর কর্তৃপক্ষ।
No comments