Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া বিধানসভা এলাকায় কাউন্টিং এজেন্ট কোভিড ১৯ টেস্ট দেরিতে ক্ষোভ

বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা বিক্ষোভ দেখালেন। স্বাস্থ্যকর্মীরা দেরিতে আসার অভিযোগ তুলে। শিবিরেও দীর্ঘসময় থাকতে হল। এবং তারা অভিযোগ তুললে বিক্ষোভ দেখালেন। বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা।  হলদিয়া উন্নয়ন ব্লকে…

 




বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা বিক্ষোভ দেখালেন। স্বাস্থ্যকর্মীরা দেরিতে আসার অভিযোগ তুলে। শিবিরেও দীর্ঘসময় থাকতে হল। এবং তারা অভিযোগ তুললে বিক্ষোভ দেখালেন। বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা।  হলদিয়া উন্নয়ন ব্লকে রামচাঁদ হলে, মহিষাদল বিধানসভার একাংশের দলের কাউন্টিং এজেন্ট, নির্বাচনী আধিকারিকদের,রেপিড অ্যান্টিজেন টেস্টের জন্য শিবির করা হয় ।সকাল দশটা নাগাদ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক কাউন্টিং এজেন্ট পৌঁছে যান প্রায় এক  ঘন্টা অর্থাৎ এগারোটা নাগাদ শিবির এসে পৌঁছান স্বাস্থ্যকর্মীরা। তারপর টেস্ট শুরু করতে অনেকক্ষণ গরিমশি করেন। তখন এই গণ্ডগোলের সূত্রপাত। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কাউন্টিং এজেন্টরা। দেখা যায় কোন একটি বদ্ধ ঘরের মধ্যে গা ঘেষাঘেষি করে বসে রয়েছেন কাউন্টিং এজেন্টরা। কারো কোনো ভ্রুক্ষেপ নেই। পরিস্থিতি সামাল দিতে আসেন বিডিও সঞ্জয় দাস। তার হস্তক্ষেপে দুপুর সাড়ে বারোটা নাগাদ করোনা টেস্ট শুরু হয়। বিডিও বলেন আগের দিন মিটিং করে সব রাজনৈতিক দলকে আলাদা আলাদা সময়ে আসতে বলা হয়েছিল। কিন্তু সবাইএকসঙ্গে চলে আসায় সমস্যা হয়েছে ।এছাড়া ব্লক হাসপাতাল থেকে দূরে সমস্ত সরঞ্জাম নিয়ে স্বাস্থ্যকর্মীরা শিবির এসেছেন ।এখানে সেটআপ তৈরি করতে সময় লেগেছে ।কাউন্টিং এজেন্ট দের সুবিধার জন্য এই শিবির করা হয়েছে। তাছাড়া ইন্টারনেট সংযোগ সমস্যা থাকায় কিছুটা দেরি হতে পারে। স্বাস্থ্য কর্মীদের অভিযোগ কয়েকজন কাউন্টিং এজেন্ট তাদের চড় মারার হুমকি দেন। এদিকে কাউন্টিং এজেন্ট দের টেস্টের সময় পাঁচজনের পজিটিভ রেজাল্ট এসেছে বলে জানান  (বি এম ও এইচ) । ভিডিও সঞ্জয় দাস বললেন আর যাদের কভিড ১৯ পরীক্ষা হয়েছে তাদের আগামীকাল শংসাপত্র দেওয়া হবে। যদি কারোর বাকি থাকে তাহলে১ লা মে বাড় ঘাসিপুর স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে ।সেখানেই তাদের টেস্ট কাজ সম্পন্ন হবে এবং সঙ্গে সঙ্গে তাদের সার্টিফিকেট দেওয়া হবে






No comments