রাজ্যে অষ্টম দফা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আগামী ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ।আট দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সহ রাজ্যের বিভিন্ন বিধানসভা নির্বাচনে প্রথমের দিকে রক্ত না থাকলেও শেষের দিকে রক্তক…
রাজ্যে অষ্টম দফা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আগামী ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ।আট দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সহ রাজ্যের বিভিন্ন বিধানসভা নির্বাচনে প্রথমের দিকে রক্ত না থাকলেও শেষের দিকে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে। একুশে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার প্রবাকাণ্ড ছিল দেখার মতো। তার মধ্যেই কভিড ১৯ লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ইতিমধ্যে নির্বাচনী প্রার্থী কয়েকজন আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজ্যে মৃত্যুর মিছিল চলছে। আগামী ২ মে একুশে নির্বাচনের ফল ঘোষণা হবে। তার আগে বিভিন্ন শিল্প সংস্থার গেটের সামনে গেট দখলের লড়াই অব্যাহত। হলদিয়া বিধানসভা শিল্পনগরী হলদিয়া পেট্রোকেমিক্যালস গেটের সামনে প্রয়াত গুরুপদ বর্মন ভবন সিপিএমের পার্টি অফিস ছিল। রাজ্যে পালাবদলের পর সেই পার্টি অফিস পড়ে থাকে। পরে ওই অফিস থেকে কাজ শুরু হয় ।অফিস খোলা হয়। ঠিক একুশে নির্বাচনের আগে পার্টি অফিস চালু ছিল। একুশে বিধানসভা ফলাফল ঘোষণার আগেই দলীয় পার্টি অফিস দখল নিল ভারতীয় জনতা পার্টি। এই ঘটনায় এলাকার শ্রমিক এলাকার মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। সরকারের পালাবদল হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু কোন এক রাজনৈতিক দলের অফিস জোর করে দখল করে নেওয়া এটা নিয়ে গুঞ্জন। আগামী ২ মে ফল ঘোষণা হবে মানুষ কার দিকে রায় দিয়েছে তা ফলাফলের মধ্য দিয়ে বেরিয়ে আসবে। সকলেই সেই দিকে লক্ষ্য সিআইটি ইউ পূর্ব মেদিনীপুর জেলা কমিটির অন্যতম সদস্য লক্ষীকান্ত সামন্ত বলেন আমাদের কমরেড শ্রমিক নেতা প্রয়াত গুরুপদ বর্মন ভবন স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই পার্টি অফিস থেকে শ্রমিকদের স্বার্থে কাজ হতো। সেই অফিস দখল করলেই কি শিল্প এলাকার মানুষের মন জয় করতে পেরেছে? আবেগ রয়েছে সেই লাল ঝান্ডা সেই প্রয়াত শ্রমিক নেতা গুরুপদ বর্মন এর প্রতি শ্রদ্ধা রয়েছে। পার্টি অফিস দখল করতে পারে; কিন্তু মানুষের মন দখল করতে পারেনি। সেই জন্যই আমরা আবার ক্ষমতায় আসছি। হলদিয়া লাল ঝান্ডা আগামী দিনে ছিল এবারেও থাকবে ।সেই ঝান্ডার প্রতি এলাকার মানুষ রায় দিয়েছেন। শুধু ঘোষণার অপেক্ষায়।
No comments