রাজ্যজুড়ে করোনার সংক্রামন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন পরিস্থিতিতে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য চিহ্নিত করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। এই খবর স্থানীয় বাসিন্দাদের কাছ…
রাজ্যজুড়ে করোনার সংক্রামন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন পরিস্থিতিতে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য চিহ্নিত করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। এই খবর স্থানীয় বাসিন্দাদের কাছে যাওয়া মাত্রই আজ হাসপাতালের সামনে জরুরি বিভাগের কাছে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষজন। স্থানীয়দের দাবি, হাসপাতালে অন্যান্য পরিষেবা বন্ধ করে করোনার চিকিৎসা এখানে করা যাবে না। অন্যান্য পরিষেবার সাথে সাথে করোনার চিকিৎসা করা যাবে। বৃহস্পতিবার এই দাবিতে দুপুরে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। তাদের দাবি পূরণের লক্ষ্যে হাসপাতাল সুপারের কাছে একটি পিটিশন জমা দিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি পূরণ করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন হাসপাতাল সুপার।
No comments