বেশ কিছুদিন আগে তাম্রলিপ্ত পৌরসভার সাফাই কর্মীরা বেশ কিছু দাবী নিয়ে ডেপুটেশন দিয়েছিল তাম্রলিপ্ত পৌরসভায়, তার কোনো সদুত্তর না মেলায় ফের আজ পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় তাম্রলিপ্ত পৌরসভার সাফাই কর্মীরা । তারা সমস্ত ধরনের সাফাই…
বেশ কিছুদিন আগে তাম্রলিপ্ত পৌরসভার সাফাই কর্মীরা বেশ কিছু দাবী নিয়ে ডেপুটেশন দিয়েছিল তাম্রলিপ্ত পৌরসভায়, তার কোনো সদুত্তর না মেলায় ফের আজ পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় তাম্রলিপ্ত পৌরসভার সাফাই কর্মীরা । তারা সমস্ত ধরনের সাফাইয়ের কাজ বন্ধ করে তাম্রলিপ্ত পৌরসভার গেটের সামনে শ্লোগানের মাধ্যমে বিক্ষোভে সামিল হয়। মূলত তাদের দাবি অবিলম্বে পে-স্কেল চালু করতে হবে,বেতন বৃদ্ধি করতে হবে, সরকারি কর্মচারীর মর্যাদা দিতে হবে, এছাড়াও তাদের বেশ কিছু দাবি দাওয়া ছিল এদিন এর বিক্ষোভে।
তবে এ বিষয়ে তাম্রলিপ্ত পৌরসভার মুখ্য প্রশাসক দীপেন্দ্র নারায়ন রায় জানান বেশকিছু দাবি-দাওয়া আমরা আগেই মেনে নিয়েছি এবং যে সমস্ত দাবি নিয়ে এখন বিক্ষোভ করছেন সেগুলো মানা সম্ভব নয় পৌরসভার পক্ষ থেকে।
No comments