পূর্ব মেদিনীপুর জেলার বাড় উত্তর হিংলী গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কালির বাজার শ্রী শ্রী মদন চাঁদ জিউর বাৎসরিক পূজার্চনা এবং দোল উৎসব শুরু হলো।মদন চাঁদ জিউর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার সারা বৎসর ধরে ভক্তরা নিয়ে যান মনস্কামনা …
পূর্ব মেদিনীপুর জেলার বাড় উত্তর হিংলী গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কালির বাজার শ্রী শ্রী মদন চাঁদ জিউর বাৎসরিক পূজার্চনা এবং দোল উৎসব শুরু হলো।মদন চাঁদ জিউর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার সারা বৎসর ধরে ভক্তরা নিয়ে যান মনস্কামনা পূর্ণ হলে কিন্তু আজকের এই দিনে পঞ্চমী তিথি মেনে কালির বাজারে দোল উৎসব শুরু হলো। সকাল থেকেই পূজা পার্বণ প্রায় পাঁচ হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করলেন ।প্রথা মেনেই গতকাল চাচল হয়েছিল (ন্যাড়াপোড়া) আজ বাড় উত্তর হিংলী কালির বাজারে শ্রী শ্রী মদন চাঁদ জিউর আদি বাসস্থান এ ৫০০ বছরের দোল উৎসব শুরু হলো। জানালেন মন্দিরের সেবায়েত শংকর প্রসাদ অধিকারী।
No comments