Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হাইভোল্টেজ নন্দীগ্রাম বিধানসভায় ৯০ শতাংশ ভোট একটি ৯৬ শতাংশ

নন্দীগ্রামে কোন বুথে কত শতাংশ ভোট পড়ল নন্দীগ্রামে মোহাম্মদপুরে শুভেন্দু অধিকারীর কন ভয়ে ইট পড়ে ছিল। তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন ওটা কিছুই নয় ছাড়ুন, ভোট ভালো হচ্ছে তারপর থেকে দুপুর যতবার সাংবাদিকের মুখোম…

 





নন্দীগ্রামে কোন বুথে কত শতাংশ ভোট পড়ল 

নন্দীগ্রামে মোহাম্মদপুরে শুভেন্দু অধিকারীর কন ভয়ে ইট পড়ে ছিল। তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন ওটা কিছুই নয় ছাড়ুন, ভোট ভালো হচ্ছে তারপর থেকে দুপুর যতবার সাংবাদিকের মুখোমুখি হয়েছেন ততোবারই বিজেপি প্রার্থী একগাল হেসে বলেছেন আমাদের ভালো হচ্ছে আমাদের মেশিনারি সকাল থেকে ভালো কাজ করছে। দুটোর মধ্যে ৭০ শতাংশ ভোট পড়ে গেছে। ভোটের দিনই কোন বিধানসভায় আসনে রানআউট তথা কত ভোট পেল জানা যায় নি কারণ । প্রত্যেক বিধানসভা কেন্দ্রে আড়াইশো বেশি বুথ রয়েছে। হিসাব মেলাতে নির্বাচন কমিশনের অফিসারদের সময় লাগে তাই ভোটের দিন বেশি রাত বা পরদিন সকাল যথাযথ হিসাব পাওয়া যায়। যেমন নন্দীগ্রামের মোটবুথের সংখ্যা ২৭৮ টি বৃহস্পতিবার রাতে কমিশন থেকে সঠিক হিসাব পাওয়া যায়নি শুক্রবার আজ ২রা এপ্রিল জানা গেল নন্দীগ্রামে ভোট পড়েছে ৮৮-০১% নন্দীগ্রামে মোট ভোটারের সংখ্যা দু'লক্ষ ৫৭ হাজার ১৫৬।এর মধ্যে দু লক্ষ ২৬ হাজার ৩৩০ জন ভোট দিয়েছেন। এক লক্ষ ১৫ হাজার ৩৬৮ জন পুরুষ ভোট দিয়েছেন।২১০৯৬২ জ মহিলা ভোট দিয়েছেন।বহুভুজের ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে এর মধ্যে কয়েকটি বুথের হিসাব নিম্নে দেওয়া হল।

বাশুলী চক প্রাইমারি স্কুলের বুথ ৯৩'২৫ শতাংশ বৃন্দাবনপুর প্রাথমিক  স্কুল ৯২'১৯ শতাংশ। দক্ষিণ নন্দীগ্রাম প্রাইমারি স্কুল ৯২'১৪ শতাংশ। চারগোলা প্রাইমারি স্কুল ৯২'৪৮ শতাংশ। 

খোদামবাড়ী প্রধান পল্লী স্কুল ৯৩'২১ শতাংশ জলপাইগড় চক্রবেরিয়া অম্বিকা গোপাল স্মৃতি ৯৪'৪৯ শতাংশ। যদু বাড়িচক প্রাথমিক স্কুল৯৪.৭৮% শতাংশ ।বারুনী স্নান প্রাথমিক স্কুল৯৩'৭২ শতাংশ। নাক চিরা চরপ্রাথমিক বিদ্যালয়৯৪'৫২ শতাংশ। সমস্ত বুথকে ছাপিয়ে গেল ভেকুরিয়া কোহিনুর স্কুলের সেখানে ভোট পড়েছে ৯৬. ০৬% শতাংশ ।মোট ভোটার রয়েছে ৮৩৭ জন। তাদের মধ্যে ৮০৪ জন ভোট দিয়েছেন।এই খানে অমিত শাহ কে নিয়ে শেষদিনের প্রচার করেছিলেন শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামে ভোট চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন মমতাদিকে দেখলেই বোঝা যাবে নন্দীগ্রামে হার স্বীকার করে নিয়েছেন দিদি। আর শুভেন্দু বৃহস্পতিবার থেকে ধারাবাহিকভাবে বলেছেন নন্দীগ্রামে বিজেপি জিতছে আমি 200% নিশ্চিত তার কথায় ব্যাক্তি আমি বড় কথা নয় বিজেপি জিতছে সেটাই বড় কথা'। মাননীয়া কে বলব আমিন আবরণ ছেড়ে এবার বেরিয়ে আসুন আমরা বলুন আর শুভেন্দু ঘনিষ্ঠতা বলছেন ভাল করে দেখলে বোঝা যাবে নন্দীগ্রামের হিন্দু প্রধান এলাকাগুলোতে ৯০ শতাংশের বেশি ভোট দিয়েছে। এতেই আমরা খুশি আবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তৃণমূল নন্দীগ্রামে জিতছে মমতা আজও দিনহাটায় দাবি করলেন আমি জিতছি নন্দীগ্রামে এই দাবি পাল্টা দাবি আরো একমাস আপাতত চলবে প্রকৃত ফলাফল জানা যাবে ২রা মে। নন্দীগ্রাম বিধানসভার এবারে হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্রে। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছিলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং মন্ত্রী শুভেন্দু অধিকারী ,মা মাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেস বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ,বাম কংগ্রেস আই এস এফ সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখার্জি কে শেষ হাসি হাসবে সেদিকেই তাকিয়ে সারা রাজ্যের মানুষ।




No comments