বৃহস্পতিবার সন্ধ্যায় মহিষাদলের বিজেপি প্রার্থী বিশ্বনাথ ব্যানার্জীর ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় মহিষাদল থানা ও ভবানীপুর থানায় দিলীপ ঘোষকে আক্রান্ত করার প্…
বৃহস্পতিবার সন্ধ্যায় মহিষাদলের বিজেপি প্রার্থী বিশ্বনাথ ব্যানার্জীর ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় মহিষাদল থানা ও ভবানীপুর থানায় দিলীপ ঘোষকে আক্রান্ত করার প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন মহিষাদলের বিজেপি প্রার্থী বিশ্বনাথ ব্যানার্জি। এরপর তিনি যখন স্ট্রং রুম পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন ঠিক সেই সময় তিনি খবর পান তাদের এক বিজেপি কর্মী কে মারধর করা হয়েছে। খবর পাওয়া মাত্রই তিনি যখন ওই কর্মীর বাড়ির উদ্দেশ্যে রওনা হন তখন প্রার্থীর গাড়ির ওপর হামলা করে দুষ্কৃতীরা। হাতে বাস লাঠি নিয়ে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় বিজেপির তরফ থেকে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে মহিষাদল থানা ঘেরাও করে ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। গোটা ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে বিজেপি
No comments