Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পৃথিবীর জন্য আমরা - প্রনব দাস

আজ পৃথিবীর দিন , পৃথিবীর জন‍্য । প্রতিবছর 22 এপ্রিল বিশ্বব্যাপী উদযাপিত হয় পৃথিবী দিবস । উচ্চারিত হয় নীল গ্রহ থেকে ভালো রাখার জন্য । পৃথিবীর পরিবেশকে বাঁচানোর জন্য মহামূল্যবান অঙ্গীকার করা হয় । পৃথিবীর জন্য একটা দিবস নির্দিষ্ট…

 




আজ পৃথিবীর দিন , পৃথিবীর জন‍্য । প্রতিবছর 22 এপ্রিল বিশ্বব্যাপী উদযাপিত হয় পৃথিবী দিবস । উচ্চারিত হয় নীল গ্রহ থেকে ভালো রাখার জন্য । পৃথিবীর পরিবেশকে বাঁচানোর জন্য মহামূল্যবান অঙ্গীকার করা হয় । পৃথিবীর জন্য একটা দিবস নির্দিষ্ট করে উদযাপন করা হয় কেন ? কারণ , মানুষের একমাত্র বাসভূমি টির ভালো-মন্দ দেখবার , এবং রক্ষা করবার ভার মানুষের হাতে । মানুষকে সেই কথাটাই স্মরণ করিয়ে দেওয়া বড় প্রয়োজন । পৃথিবী ভালো নাই । অসুস্থ পৃথিবী । গোটা পৃথিবীটিকে সারিয়ে তুলবার জন্য এই দিবস পালনে এবং অঙ্গীকার টুকুর গুরুত্ব সেই কারণে অনেক বেশি । বৃহৎ কারখানা হইতে অবাধে বিষাক্ত রাসায়নিক মিশছে বাতাসে এবং নদীতে । আমেরিকার সাধারণমানুষ পরিবেশ দূষণের ক্ষতিকারক দিক গুলি সম্মুখীন হয়েছেন । এমতাবস্তায় আমেরিকান বাসীরা আন্দোলনের অনুভব করেন । আমেরিকার জনসংখ্যা প্রায় ১০ শতাংশ মানুষ জলবায়ু দূষণ রক্ষার জন্য পথে নামেন । অতঃপর আমেরিকার গণ্ডি ছেড়ে আর্থ ডে আন্তর্জাতিক মান্যতা পেয়েছে । বিশ্ববাসী জেনেছে কিয়োটো প্রটোকল এবং উন্নত দেশগুলির ঐতিহাসিক দায়িত্বের কথা । ২০১৫ সালে স্বাক্ষরিত হয়েছে প্যারিস চুক্তি । মানুষ বিশ্ববাসী দেখেছেন জলবায়ু পরিবর্তনের বিপদ নিয়ে সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ এর আন্দোলন । পৃথিবীর দিবসের ৫১ তম বর্ষে পৃথিবী উষ্ণায়নে বিপর্যস্ত এবং অতি মারি -ধস্ত এক পৃথিবী । জল সংকটে ভুগছে বেশ কয়েকটি দেশ । অতি মারি হওয়ার পর খাদ্য ভাব তীব্র হয়েছে এবং এর ফলে রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে অতিমানবিক জন্য যত মানুষের প্রাণ যাবে , দুর্ভিক্ষে মৃত্যু হবে তার থেকে অনেক বেশি । তাই ক্ষুদ্র স্বার্থ ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থ রক্ষার্থে সব দেশকে মিলে একসঙ্গে লড়াই করতে হবে এবং এবং পৃথিবী কে রক্ষা করতে হবে ও সুস্থ করতে । পৃথিবীব্যাপী প্রতিটি মানুষ এবং প্রতিটি দেশের রাষ্ট্রনায়ক এবং প্রতিটি দেশের বিরোধী দলগুলি এবং অন্যান্য অংশের মানুষজনের ঐক্যবদ্ধ প্রয়াস এর মধ্য দিয়ে পৃথিবী কে প্রানোজ্জল করা সম্ভব হবে ।

No comments