বিদ্যাসাগর বালিকা ভবন থেকে জানালা ভেঙে পালালো চারজন আবাসিক। দিন দুপুরে বিদ্যাসাগর বালিকা ভবন থেকে চারজন মহিলা আবাসিক পালালো। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বালিকা ভবন থেকে। বিশেষ সূত্রে খবর জানালা ভেঙে পালিয়ে গেছে…
বিদ্যাসাগর বালিকা ভবন থেকে জানালা ভেঙে পালালো চারজন আবাসিক। দিন দুপুরে বিদ্যাসাগর বালিকা ভবন থেকে চারজন মহিলা আবাসিক পালালো। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বালিকা ভবন থেকে। বিশেষ সূত্রে খবর জানালা ভেঙে পালিয়ে গেছে চার মহিলা আবাসিক তবে প্রশ্ন উঠেছে সরকারি নিরাপত্তা নিয়ে। তাছাড়া এরমধ্যে রয়েছে পুলিশ কেম্প তা সত্ত্বেও কিভাবে নজরদারি এড়িয়ে চার মহিলা পালিয়ে গেল সে নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনা তদন্তে পুলিশ আধিকারিকরা ।এসেছেন চাইল্ড প্রটেকশন অফিসার প্রশাসনিক স্তরে তদন্ত শুরু হয়েছে। যদিও পুরো ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ কর্তৃপক্ষ।
No comments