পূর্ব মেদিনীপুর জেলার সাতটি বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম ।মিডিয়া থেকে সকলের নজর ছিল নন্দীগ্রাম এদিকে। শিল্পশহর হলদিয়া বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় ছাপ্পা এবং বিরোধী প্রার্থীকে ভোট কেন্দ্রে প্রবেশ ক…
পূর্ব মেদিনীপুর জেলার সাতটি বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম ।মিডিয়া থেকে সকলের নজর ছিল নন্দীগ্রাম এদিকে। শিল্পশহর হলদিয়া বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় ছাপ্পা এবং বিরোধী প্রার্থীকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে।হলদিয়া বিধানসভা এলাকায় কোথাও কোথাও হিন্দুদের ভোটদিতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল।
হলদিয়া বিধানসভা এলাকায় পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি বলে সুতাহাটা থানার ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের । হলদিয়া ভোট-পরবর্তী হিংসা অব্যাহত। হলদিয়া বিধানসভা সুতাহাটা থানা এলাকার মোহনপুরে ভোটের দিন বিজেপির পোলিং এজেন্টকে মারধর করে তৃণমূলের কর্মীরা বলে অভিযোগ বিজেপি নেতার। ওই কেন্দ্রে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। সেই বিষয় নিয়ে সুতাহাটা থানায় অভিযোগ দায়ের করে বিজেপি।ভোট মিটলেও সুতাহাটা থানার পুলিশ এখনো পর্যন্ত সেই দুষ্কৃতীদের ধরেনি বলে অভিযোগ।
সুতাহাটা থানার পুলিশ সেই দুষ্কৃতীকে ধরতে পারেনি , অথচ দিনের আলোয় ঘুরে বেড়াচ্ছে সেই দুষ্কৃতী। পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সুতাহাটা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা।
No comments