Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ময়না পরিবেশ মঞ্চের উদ্যোগে প্রচার ও মাস্ক বিতরণ

পূর্ব মেদিনীপুর জেলায় মহামারি আকার ধারণ করেছে।মাক্স ও স্যানিটাজার বিতরণ কোভিড ১৯ আছড়ে পড়েছে সারাদেশে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকের ইতিমধ্যে অনেকেই মারা গেছেন। বাজার মোল্লা দোকান খোলা রয়েছে। মানুষ এখন সচেতন হয়নি। মাক্…


 



পূর্ব মেদিনীপুর জেলায় মহামারি আকার ধারণ করেছে।মাক্স ও স্যানিটাজার বিতরণ কোভিড ১৯ আছড়ে পড়েছে সারাদেশে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকের ইতিমধ্যে অনেকেই মারা গেছেন। বাজার মোল্লা দোকান খোলা রয়েছে। মানুষ এখন সচেতন হয়নি। মাক্স না পরে ঘোরাফেরা করছে বহু মানুষ। স্বাস্থ্য দপ্তর এবং স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মাক্স পড়ার কথা বললেও কর্ণপাত করেননি সাধারন মানুষ। ময়না  করোনা সতর্কতায় ,ময়না পরিবেশ মঞের  প্রচার ও মাস্ক বিতরণ করেন।ময়না বাজার  ও পথ চলতি মানুষকে ৩০০ মাস্ক বিতরণ করেন। বৃক্ষপ্রেমী সমাজসেবী দিলীপ পাত্র উদ্যোগে মাইক প্রচার এবং পথচলতি মানুষদের বাজারে দোকানদারদের মাস্ক পরিয়ে দিলেন এবং স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ানোর কথা বললেন। দিলীপ পাত্র বলেন আমরা গত বছর এলাকার মানুষকে নিয়ে মাইক প্রচার করেছিলাম। এবছর শুরুতেই কোভিড ১৯ দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর আকার ধারণ করেছে।  দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা দেশে মানুষকে সচেতন হতে হবে ।তারই জন্য সচেতন করার জন্যই মাক্স এবং স্যানিটাইজার আমরা বিতরণ করলাম।

No comments