সুতাহাটার শিক্ষক বিশ্বেশ্বর মিশ্র কভিড ১৯ প্রাণ হারিয়েছেন সমবেদনা জানালেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি( নির্বাচনী প্রশাসক) তাপস কুমার মাইতি । তিনি ক্ষোভের সাথে বলেন দীর্ঘ ৪০ ঘণ্টা পর করোনায় আক্রান্ত তার মৃতদেহ তার পরিবার…
সুতাহাটার শিক্ষক বিশ্বেশ্বর মিশ্র কভিড ১৯ প্রাণ হারিয়েছেন সমবেদনা জানালেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি( নির্বাচনী প্রশাসক) তাপস কুমার মাইতি । তিনি ক্ষোভের সাথে বলেন দীর্ঘ ৪০ ঘণ্টা পর করোনায় আক্রান্ত তার মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দিলেন। প্রশাসনের উদ্যোগে নিয়ে তার সৎকার করা দরকার ছিল। পরিবারের হাতে তুলে দিলেন তাদের পরিবার আক্রান্ত হতে পারে। তাই দিলেন তাহলে এত দেরি কেন করে তাদের হাতে তুলে দেওয়া হল এই প্রশ্ন তুলেছেন তিনি। তিনি স্মৃতিচারণ করে বললেন আমার ৩০ বছরের বন্ধু বীরেশ্বর। শিক্ষকতা ও গানওয়ালা। আমাদের প্রজন্মের নিয়মাচারী ঝকঝকে ধূতিবাবু। ঘোষনায় তাপস। মঞ্চে শিল্পী বীরেশ্বর মিশ্র। পথে যদি হয় দেখা হাতে হবে হাত ঠোকা। ওর ভাষার পরস্পর তড়িতাহিত হওয়ারে! ওটাই আমাদের নিয়ম ছিলো!
আলোকিত মনের বন্ধু 'বীরেশ্বর' অনেক দূরে বন্ধুর পথে মহালোকে অতিমারীর কোভিড'১৯ কোপে No more ! ভারাক্রান্ত হৃদয়ে ওকে স্মরন করি। পরিবার পরিজন ও ছাত্রদের গভীর সমবেদনা জানাই। ওর আত্মা চিরশান্তী লাভ করুক। ওঁ শান্তি ওঁ!" বীরেশ্বরের মৃত্যু " অনেক সচেতন হয়ে করোনা জয়ের শিক্ষা ও শক্তি দিক আমাদের।
No comments