জেলার ক্রমবর্ধ করোনা আক্রান্তের পরিস্থিতি সামাল দিতে , নতুন করে পূর্ব মেদিনীপুর জেলায় কোভিড আক্রান্ত অন্তঃসত্ত্বা ও প্রসূতি রোগীদের চিকিৎসা শুরু করা হল পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে।প্রয়োজনে পার্শ্ববর্তী জেলার অন্তঃস…
জেলার ক্রমবর্ধ করোনা আক্রান্তের পরিস্থিতি সামাল দিতে , নতুন করে পূর্ব মেদিনীপুর জেলায় কোভিড আক্রান্ত অন্তঃসত্ত্বা ও প্রসূতি রোগীদের চিকিৎসা শুরু করা হল পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে।প্রয়োজনে পার্শ্ববর্তী জেলার অন্তঃসত্ত্বা ও প্রসূতি রোগীরাও জেলা স্বাস্থ্য আধিকারিকের পরামর্শে পেতে পারেন এই কোভিড হাসপাতালে চিকিৎসা ।৩০০ কোভিড বেডের মধ্যে আপাতত ৮০টি বেডে প্রসূতি ও অন্তঃসত্ত্বা (কোভিড আক্রান্ত) রোগীর চিকিৎসার জন্য নির্ধারিত রয়েছে।করোনা কালে দুশ্চিন্তা বাড়িয়েছিল এই ধরনের রোগীর পরিজনদের।এবার সেই দুশ্চিন্তার অবসান হতে চলেছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। বাচ্চাদের জন্যও রয়েছে স্পেশাল ট্রিটমেন্ট এর ব্যবস্থা।স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী দেশে আক্রান্তের সংখ্যা গতদিনে কিছুটা কমলেও পূর্ব মেদিনীপুরে দিন দিন ক্রমশই ঊর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যা।গত তিন দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা - ৫০৭,৫০৫, ৫২৮,- ক্রমবর্ধমান ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরের এরূপ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রুগির পরিজনেদের।বাস্তবে কতোটা পরিষেবা মিলবে সে বিষয়ে প্রশ্ন থাকলেও সব পরিষেবা সুষ্ঠুভাবেই দেওয়ার জন্য প্রস্তুত হাসপাতালের ডাক্তাররা।এই বিষয়ে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সঞ্জয় কুমার দাস বলেন-"করোনা মহামারীতে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ৩০০ বেডে করোনা রোগীদের চিকিৎসা করা হবে তারমধ্যে ৮০ টি বেডে করোনায় আক্রান্ত প্রসূতি রোগীদের যাবতীয় পরিসেবা দেওয়া হবে।১০ টি আই সি ইউ রয়েছে।অক্সিজেনের যাবতীয় যোগান রয়েছে।আমরা আমাদের সর্বস্ব দিয়ে করোনা রোগীদের সুস্থ করে তুলবো।"
No comments