Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বনমালীচট্টা হাইস্কুলের বর্ষব্যাপি প্লাটিনাম ( ৭৫ তম বর্ষ) জয়ন্তী উদযাপন

পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী বনমালীচট্টা হাইস্কুলের বর্ষব্যাপি প্লাটিনাম ( ৭৫ তম বর্ষ) জয়ন্তী উদযাপন উপলক্ষে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অায়োজিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণে দানবীর সতীশচন্দ্র জানা ও প্রাণপুরুষ কিংবদন্তি প্রধান শিক্ষক পীত…

 




পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী বনমালীচট্টা হাইস্কুলের বর্ষব্যাপি প্লাটিনাম ( ৭৫ তম বর্ষ) জয়ন্তী উদযাপন উপলক্ষে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অায়োজিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণে দানবীর সতীশচন্দ্র জানা ও প্রাণপুরুষ কিংবদন্তি প্রধান শিক্ষক পীতাম্বর দাসের মর্মরমূর্তি তে মাল্যদান করেন প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন ও প্রাক্তন প্রধান শিক্ষক হৃষীকেশ দাস প্রমুখ। বলে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন সহকারী প্রধান শিক্ষক রমনীকান্ত পাত্র। কোভিড বিধি মেনে শোভাযাত্রায় নেতৃত্ব দেন প্রাক্তন শিক্ষক অশোক সুর,ডঃ চন্দন মান্না, স্বদেশ হাজরা,দীপক মাইতি,সুধাংশু দাস,শিক্ষক অশোক বর্মন, ডঃ দেবব্রত দাস, শ্রীকৃষ্ণ ভূঞ্যা প্রমুখ। প্রাক্তন ছাত্র তথা পরিচালন সমিতির প্রাক্তন কর্মকর্তা শুকদেব জানা,পঙ্কজ প্রধান, অানন্দময় দাস, সুখেন্দু বারিক প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মনোরঞ্জন প্রধান।


৭৫ টি প্রদীপ প্রজ্বলন করে প্লাটিনাম জয়ন্তী উৎসবের শুভসূচনা করেন কাঁথি রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী সত্মানন্দ জী।অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ডাঃ বিধান চন্দ্র ভূঞ্যা,কার্যকরী সভাপতি তথা প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন, সম্পাদক তথা প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহঃ সম্পাদক তথা সহকারী প্রধান শিক্ষক রমনীকান্ত পাত্র, প্রাক্তন শিক্ষক তথা প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক মহিম পয়ড়্যা,বিদ্যালয়ের প্রশাসক তথা অবর বিদ্যালয় পরিদর্শক শ্রাবস্তী দাস অধিকারী, গ্রামপ্রধান বিকাশ জানা,রাজশেখর মন্ডল প্রমুখ বিশিষ্ট সমাজসেবীগণ।স্বামী সত্মানন্দজী বলেন প্রাচ্য ও পাশ্চাত্যের সংমিশ্রণে বনমালীচট্টা হাইস্কুলে র গুরুকুল শিক্ষা ব্যবস্হা অবিভক্ত মেদিনীপুর জেলা শুধু নয় রাজ্যের শিক্ষার অাঙ্গিনায় বহুচর্চিত ও ঐতিহ্য পূর্ণ। অাজকের কোভিড পরিস্থিতিতে  পঠনপাঠন প্রক্রিয়ায় নতুন ভাবনাচিন্তা করে যুগোপযোগী শিক্ষা ব্যবস্হার উদ্ভাবন করতে হবে।পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার মেলবন্ধন আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ঐতিহ্য কে পুনঃ প্রতিষ্ঠিত করার অাবেদন জানান। কোভিড পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষিকা দের ভবিষ্যত প্রজন্মের ছাত্র-ছাত্রীদের শিক্ষার অধিকার কে সুরক্ষিত রাখতে সচেষ্ট হওয়ার অাহ্বান জানান। প্রধান শিক্ষক হাবিবুর রহমান উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সহকারী প্রধান শিক্ষক রমনীকান্ত পাত্র  বর্ষব্যাপি প্লাটিনাম জয়ন্তী উদযাপনের রূপরেখা সভায় পেশ করেন। ডাঃ বিধান চন্দ্র ভূঞ্যা প্লাটিনাম জয়ন্তী উদযাপন সফল করার লক্ষে সর্বস্তরের প্রাক্তন ছাত্র ও অভিভাবক এবং অভিভাবিকা সহ জনগণের সাহায্য ও সহযোগিতার আহ্বান জানান।




No comments