Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা দেবাশিস পাহাড়ী

রবীন্দ্রনাথ সারা পৃথিবীর। তাঁর বিস্ময়কর ও সর্বব্যাপী অবদানের  কথা ভাবার ক্ষমতা  আমার নেই। তাঁর দেবদত্ত প্রতিভার বিচ্ছুরণের পরমাণুবৎ ঝলক তুলে ধরার দুঃসাহসিক চেষ্টা দশটি কবিতায়   --- " দশ দিকে রবীন্দ্রনাথ" শীর্ষে। আজ ৮ম ক…

 




রবীন্দ্রনাথ সারা পৃথিবীর। তাঁর বিস্ময়কর ও সর্বব্যাপী অবদানের  কথা ভাবার ক্ষমতা  আমার নেই। তাঁর দেবদত্ত প্রতিভার বিচ্ছুরণের পরমাণুবৎ ঝলক তুলে ধরার দুঃসাহসিক চেষ্টা দশটি কবিতায়   --- " দশ দিকে রবীন্দ্রনাথ" শীর্ষে। আজ ৮ম কবিতা : রবীন্দ্রনাথের  শিক্ষা ভাবনা। আগের কবিতাগুলো ছিল --- রবি কিরণ, স্বাস্থ্য চিন্তায় রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীত সুধা, দেশভক্ত রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের শিশু ভাবনা,ধর্ম প্রসঙ্গে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের বিজ্ঞান ভাবনা।

                                       লেখা - দেবাশিস পাহাড়ী 

                                  অলংকরণ - সুদেষ্ণা পাহাড়ী


গাছগাছালি পাখির কূজন

সতেজ বায়ু, নতুন ভোর

শিক্ষাধারায়  রবীন্দ্রনাথ

গ্রামাঞ্চলে দিলেন জোর।

পল্লীসমাজ সজীব হলে

দেশের চিত্তে কলতান ...

তখন আসল উন্নয়নে

গড়ে ওঠে নাড়ীর টান।

সমাজসেবায় জীবিকামুখী

হাতের কাজের প্রশিক্ষণ;

সাক্ষরতা বাড়ার দিকে

সজাগ ছিল কবির মন।

তাঁর ভাবনায় শিক্ষিত যে

বাইরের রূপে সাধারণ,

অন্তরতর উদারতায়

গুণের প্রকাশ সর্বক্ষণ।

পশ্চিমের প্রযুক্তি আর

আমার দেশের সংস্কৃতি,

দুয়ের সঠিক সমন্বয়ে

বজায় থাকে সমুখ গতি।

মানুষ গড়ার শিক্ষা চাই

কেরাণী গড়ার লক্ষ্যে নয়;

সুরভিত মানবপ্রীতির

ব্যঞ্জনাতে বর্ণময়।

প্রাণের সাথে প্রাণের যোগ

দেশের দশের আঙিনায়

মমত্ব আর হৃদয় দিয়ে

পূর্ণ হয় সুশিক্ষায়।

শিক্ষা পাবে সার্থকতা

দেহ মনের বিকাশ হলে 

জ্ঞান - বিজ্ঞান- শিল্প- কৃষি

উঠবে ভরে ফুলে ফলে।

No comments