ভারতবর্ষের মাটিতে একমাত্র সাম্যবাদী দল এস ইউ সি আই (কমিউনিস্ট) এর ৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির কার্যালয় মেচেদার শহীদ ক্ষুদিরাম ভবনে রক্ত পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের প্রতিকৃতি…
ভারতবর্ষের মাটিতে একমাত্র সাম্যবাদী দল এস ইউ সি আই (কমিউনিস্ট) এর ৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির কার্যালয় মেচেদার শহীদ ক্ষুদিরাম ভবনে রক্ত পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান,শপথ বাক্য পাঠ,শিবদাস ঘোষের উপর রচিত ও আন্তর্জাতিক সঙ্গীত এর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। জেলা কার্যালয়ের ওই কর্মসূচিতে দলের রক্তপতাকা উত্তোলন করেন জেলা কমিটির সম্পাদিকা অনুরূপা দাস, শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্য কমিটির সদস্য ডাঃ বিশ্বনাথ পড়িয়া। জেলার তমলুক, হলদিয়া,মহিষাদল, কাঁথি,এগরা,পাঁশকুড়া, নিমতৌড়ী, ভোগপুর প্রভৃতি ৭৫টি স্থানে সকালে অনুরূপ কর্মসূচি রূপায়িত হয়। সন্ধ্যা ৭টায় অনলাইনেও জেলার নেতা-কর্মী-সমর্থক-দরদী-শুভানুধ্যায়ীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, জীবন দাস, নন্দ পাত্র প্রমুখ।
No comments