বিকাল ৫টা থেকে সি পি টি র আলোকিত ফুটবল ময়দানে হলদিয়া ডক ইনস্টিটিউট আয়োজিত আন্ত বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ৬টি দল এই টুর্নামেন্ট এ অংশগ্রহণ করেন।উদ্ধোধন করেন কোলকাতা পোর্টট্রাস্ট এর ডেপুটি চেয়ারম্যান।চ্যাম্পিয়ান…
বিকাল ৫টা থেকে সি পি টি র আলোকিত ফুটবল ময়দানে হলদিয়া ডক ইনস্টিটিউট আয়োজিত আন্ত বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ৬টি দল এই টুর্নামেন্ট এ অংশগ্রহণ করেন।উদ্ধোধন করেন কোলকাতা পোর্টট্রাস্ট এর ডেপুটি চেয়ারম্যান।চ্যাম্পিয়ান দল ফিন্যান্স ডিভিজান এবং রানার্স দল ট্রাফিক ডিভিজান।
খেলাগুলি পরিচালনা করেন হলদিয়া মহকুমা রেফারি এ্যসোসিয়েশান। খেলায় ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছেন ফিন্যান্স ডিভিজানের সুজিত সাহু এবং ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন ট্রাফিক ডিভিজানের অলক দাস।
No comments