Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পথ দুর্ঘটনায় মৃত এক সিভিক ভলেন্টিয়ার

পূর্ব মেদিনীপুর তমলুকের কাকগেছিয়া এলাকায় সোমবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে । এই দুর্ঘটনাতে এক সিভিক ভলেন্টিয়ার এর মৃত্যুর ঘটনা ঘটেছে ।
সূত্রের খবর পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেছেদা ৪১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে …

 






পূর্ব মেদিনীপুর তমলুকের কাকগেছিয়া এলাকায় সোমবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে । এই দুর্ঘটনাতে এক সিভিক ভলেন্টিয়ার এর মৃত্যুর ঘটনা ঘটেছে ।
সূত্রের খবর পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেছেদা ৪১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে । আরও জানা যায় সকালে ডিউটি করার সময় হঠাৎই মেচেদার দিক থেকে আসা একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকে গিয়ে ধাক্কা মারে সনাতন পাল নামের ওই সিভিক ভলেন্টিয়ারকে । স্থানীয়রা সাথে সাথে এই সিভিক ভলেন্টিয়ারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে নিয়ে যায় চিকিৎস্যার জন্যে । তবে হাসপাতালের চিকিৎস্যক এই সিভিক ভলেন্টিয়ারকে মৃত বলে ঘোষনা করায় শোকের ছায়া নেমে আসে ।মৃত সনাতন পাল এর বাড়ি তমলুক থানার চকগাডুপতা,বয়স প্রায় ৩০বছর। ঘাতক গাড়িটিকে আটক করেছে তমলুক থানার পুলিশ। গাড়িতে থাকা ড্রাইভার পালানোর চেষ্টা করলেও এলাকাবাসী ধরে ফেলে।শুরু হয় গন প্রহার। এলাকাবাসীর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। মৃত সনাতন পাল কে দেখতে হাসপাতালে আসেন পূর্ব মেদিনীপুর জেলার ট্রাফিকের আধিকারিক ও তমলুক থানার আই সি। সনাতন পালের এই আকস্মিক মৃত্যুতে পুলিশ মহলে নেমে এসেছে শোকের ছায়া।
এলাকাবাসীর অভিযোগ হলদিয়া থেকে মেছেদা কিংবা মেছেদা থেকে হলদিয়াগামী ট্রেলার গুলি নিয়ন্ত্রনহীন ভাবে চলাচল করে ।ফলে ছোট খাটো দুর্ঘটনা লেগেই থাকে।তাঁরা আরো অভিযোগ করেছেন পুলিশকে বারবার জানিয়ে কোন লাভ হয়নি।পুলিশ আগে থেকে সক্রিয় হলে এমন দুর্ঘটনা এড়ানো যেত ।



No comments