১৫ এপ্রিল থেকে সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে টানা ৬১ দিন নিষেধাজ্ঞা। অর্থাৎব্যান পিরিয়ড শুরু হচ্ছে এই নিষেধাজ্ঞা চলবে আগামী ১৪ ই জুন পর্যন্ত। পূর্ব মেদিনীপুর জেলা মৎস্য অধিকর্তা সামুদ্রিক পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জান…
১৫ এপ্রিল থেকে সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে টানা ৬১ দিন নিষেধাজ্ঞা। অর্থাৎব্যান পিরিয়ড শুরু হচ্ছে এই নিষেধাজ্ঞা চলবে আগামী ১৪ ই জুন পর্যন্ত। পূর্ব মেদিনীপুর জেলা মৎস্য অধিকর্তা সামুদ্রিক পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। জেলার সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) সুরজিৎ বাগ বললেন এই এই নির্দেশিকায় মৎস্যজীবি টলার নৌকার মালিক এবং জনগণের উদ্দেশ্যে বলা হয়েছে। প্রাকৃতিক ভাবে উৎপাদিত মৎস্য সম্পদের যথাযথ সংরক্ষণ প্রজনন প্রক্রিয়া সঠিক রাখা এবং মৎস্য ভান্ডার স্থায়ীকরণের জন্য পূর্ব মেদিনীপুর সহ সারা রাজ্য জুড়ে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত যে কোনো ধরনের জল নিয়ে মৎস্য শিকার সম্পূর্ণ নিষিদ্ধ ।এই নির্দেশিকায় দীঘা শঙ্করপুর পেটুয়াঘাট সহ সমস্ত মৎস্য আহরণ কেন্দ্রের মৎস্যজীবী সংগঠনের কাছে ।পাঠানো হয়েছে পাশাপাশি ট্রলার মালিক, সংগঠনের কাছেও পাঠানো হয়েছে। এছাড়া দপ্তরে সংশ্লিষ্ট বিভাগে আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে।
No comments